ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেয়র-কাউন্সিলর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত!


গো নিউজ২৪ | কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১, ০৯:৩১ পিএম
মেয়র-কাউন্সিলর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত!

শুধু মেয়র নন, ৯টি ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত আসনের সব কাউন্সিলর প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত! এমনই ঘটনা ঘটেছে কুমিল্লার লাকসাম পৌরসভায়। আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনাও ছিল। কিন্তু প্রার্থীরা নিলেন ইউটার্ন। ফলে এখানে নির্বাচন শেষ হয়ে গেলো ঠিকই, শুধু সাধারণ ভোটারের ভোটের দরকার পড়লো না আর।

রবিবার (১০ জানুয়ারি) এ পৌরসভায় ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন  ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ৭ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে সব কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়ে যান। আর আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক আবুল খায়েরের প্রতিদ্বন্দ্বী বিএনপির বেলাল রহমান মজুমদারের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাতিল হয়ে যায়। তার আপিল করার কথা ছিল। কিন্তু, তিনিও আপিল করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আবুল খায়ের। 

লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত তিন নারী কাউন্সিলর পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলে এই পৌরসভায় আর নির্বাচন অনুষ্ঠানের দরকার পড়বে না।

লাকসাম পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইকালে কাউন্সিলর পদে ২১ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়। এরমধ্যে ৯ জন কাউন্সিলর প্রার্থীর কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে সাধারণ ওয়ার্ডে ৬ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে ৩ মহিলা কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

রবিবার প্রত্যাহারের শেষ দিনে ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের অপর ৭ প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।

লাকসাম পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র অধ্যাপক আবুল খায়ের। সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ উল্লাহ, ২ নম্বর ওয়ার্ডে খলিলুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট মাসুদ হাছান,  ৪ নম্বর ওয়ার্ডে মো. আবদুল আজিজ, ৫ নম্বর ওয়ার্ডে মুনছুর আহমেদ মুন্সী, ৬ নম্বর ওয়ার্ডে আবু সায়েদ বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন,  ৯ নম্বর ওয়ার্ডে গোলাম রাব্বানী, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে নাসিমা আক্তার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে নাসিমা সুলতানা ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে মুশফিকা আলম মিতাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, লাকসাম পৌরসভা স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সংসদীয় আসনের অন্তর্গত।

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা