ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০

বৌভাতের দিনই না ফেরার দেশে পাড়ি জমান বর


গো নিউজ২৪ | পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০, ০৯:০৮ পিএম
বৌভাতের দিনই না ফেরার দেশে পাড়ি জমান বর

বর বেশে রফিকুল ইসলাম, পাশেই তার মরদেহ

বরের বাড়িতে বৌভাত উপলক্ষে চলছিল রান্না-বান্না, বাড়ি ভর্তি মেহমান, চারদিকে উৎসবের আমেজ। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি এ আনন্দ, নিমিষেই পরিণত হয় বিষাদে। বৌভাতের দিনই না ফেরার দেশে পাড়ি জমান বর মো. রফিকুল ইসলাম (৩০)।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে এমন হৃদয়বিদারক ঘটনাই ঘটে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কয়েকদিন আগে উপজেলার মাধবখালী ইউনিয়নের সফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বেতাগী ভাসনদা এলাকার আবদুল মান্নানের মেয়ে ময়নার বিয়ে হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) ময়নাদের বাড়িতে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার ছিল ছেলের বাড়িতে বৌভাত।  

মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কিছুদিন পর পর তার রক্ত পরিবর্তন করতে হয়। রফিকুল অসুস্থ থাকায় এতদিন বিয়ে করেননি। সম্প্রতি পারিবারিকভাবে তার বিয়ে হয়। সোমবার অনুষ্ঠান করে নববধূকে বাড়িতে তুলে আনেন তিনি। বুধবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। মেয়ের বাড়ির লোকজন, স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন আসেন অনুষ্ঠানে। এমন আনন্দঘন পরিবেশে হঠাৎ করে সকাল ১০টার দিকে রফিকুল অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এদিকে, স্বামীর মৃত্যুর খবর পেয়ে নববধূ ময়না জ্ঞান হারিয়ে ফেললে তাকেও বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সুস্থ হন।  

দেশজুড়ে বিভাগের আরো খবর
২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।