ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধাকে দাফন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৭, ২০২০, ০৭:১৪ পিএম
রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধাকে দাফন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের গড়িমসি এবং স্থানীয় আওয়ামী লীগে বিরোধের জেরে মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমানকে অবরুদ্ধ করে ক্ষোভ জানিয়েছে জনতা।

স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফ (৮৫) রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে সোমবার শেখেরখীল ইউনিয়নের লালজীবন নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করার কথা জানানো হয়। একই সঙ্গে, সময় ও স্থান উপজেলা প্রশাসন, থানা পুলিশকে জানানো হয়।

তারই ধারাবাহিকতায় সকাল থেকে দাফন-কাফনের ব্যবস্থা করার কাজ চলে। লাশ জানাজার জন্য নিয়ে যাওয়ার আগে থেকে মরহুমের মেজ ছেলে দক্ষিণ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানাজার স্থানে আসতে বলেন। কিন্তু উপজেলা প্রশাসনের কর্মকর্তা সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ।

এদিকে নির্দিষ্ট সময়ে থানা পুলিশ জানাজার স্থানে উপস্থিত হলেও প্রশাসনের কেউ উপস্থিত না হওয়ার কারণে জানাজা সম্পন্ন করে লাশ দাফন করা হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, বিষয়টি জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারকে জানানো হয়। কিন্তু যথাসময়ে থানা ও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় এবং সালামি পতাকার অভাবে রাষ্ট্রীয় সম্মাননা ছাড়া জানাজা শেষে দাফন সম্পন্ন করতে বাধ্য হয় পরিবার।

দাফনের প্রায় ৫০ মিনিট পর বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান ঘটনাস্থলে গেলে জানাজায় উপস্থিত জনতা তাকে অবরুদ্ধ করে রাখে এবং ক্ষোভ প্রকাশ করে। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরানুল হক এমরানের হস্তক্ষেপে মুক্ত হন এসিল্যান্ড আতিকুল ইসলাম। পরে পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

পরিস্থিতি বেগতিক দেখে দুপুর ১টায় ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সবার কাছে দুঃখ প্রকাশ করেন। এরপর ডা. আলী আশরাফের কবরে পুস্পস্তবক দিয়ে সম্মান এবং মরুহুমের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা