ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ০৩:৪০ পিএম আপডেট: জুলাই ৬, ২০২০, ০৯:৪০ এএম
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

দিনাজপুর এবং ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হযেছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জে বাস চাপায় ৪ জন এবং সকালে ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে পৃথক দুর্ঘটনায় ৫ জন নিহত হন। 

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার জামিরদিয়া তেপান্তর শুটিং স্পটের সামনে একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুই ভাই নিহত হন। আহত হন তাদের বাবা, মা ও চাচা।

ভালুকায় নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কলবান্দা গ্রামের মুঞ্জুর মোর্শেদের দুই ছেলে জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০)। এ ঘনটায় গুরুতর আহত হয়েছেন মুঞ্জুর মোর্শেদ, তার স্ত্রী ও তার ভাই।

অপরদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল মেরেঙ্গা চকমতি এলাকায় ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।

নান্দাইলে নিহতরা হলেন- উপজেলার সিংরাইল ইউনিয়নের ফাইজুল মিয়ার ছেলে অটোরিকশা চালক হানিফ মিয়া (২২), যাত্রী কেন্দুয়া উপজেলার রমজান আলীর ছেলে নয়ন মিয়া ও রেনু মিয়ার ছেলে আরিফ মিয়া (২৫)।

বীরগঞ্জে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।