ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০

করোনা জয়ের ৮ দিন পর শ্বাসকষ্টে মারা গেলেন নার্স


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: মে ২১, ২০২০, ০৯:০৬ পিএম
করোনা জয়ের ৮ দিন পর শ্বাসকষ্টে মারা গেলেন নার্স

ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমসি) হাসপাতালের করোনাভাইরাস রোগীদের সেবা দেওয়া নার্সিং সুপারভাইজার শেফালি দাস (৫৫) তীব্র শ্বাসকষ্টে মারা গেছেন।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এমএমসি হাসপাতালে মারা যান শেফালি। তবে তার সর্বশেষ করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন এমএমসি'র অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।

শেফালি দাসের মেয়ে আদ্রিতা দেব তিথি জানান, গতকাল রাত ১২টার দিকে শেফালী দাস নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএমসি হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষী নারায়ন জানান, হাসপাতালের রোগীদের সেবা দেওয়ার সময় শেফালী দাসের করোনা পজিটিভ ছিল। পরে দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ আসে। তৃতীয়বার গত ১৩ মে পরীক্ষা করা হলেও করোনা নেগেটিভ আসে।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্বামী বিজন কুমার দেব সরকারি চাকরিজীবী। তার ছেলে অনিক কুমার দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি নার্স লুৎফর রহমান জানান, নার্সিং সুপারভাইজার শেফালি দাসের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবং শ্বশুরবাড়ি জামালপুর। তিনি বলেন, ‘এই করোনা যোদ্ধাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

২৮৩ মোবাইল ফোন ছিনতাই, ছাত্রলীগের সভাপতি-সম্পাদক রিমান্ডে

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নাইঃ হাসেম রেজা

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

আগে বাজার করতে লাগতো ২৫০০ টাকা, এখন লাগে ৪৫০০

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

নীলমনিগন্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং উংসব অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

আলমডাঙ্গার নাগদাহ বলিয়ারপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।

নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করলেন হাশেম রেজা।