ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধি না মানায় কুমিল্লায় ফের মার্কেট বন্ধ ঘোষণা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: মে ১২, ২০২০, ০৩:১৮ পিএম আপডেট: মে ১২, ২০২০, ০৯:১৮ এএম
স্বাস্থ্যবিধি না মানায় কুমিল্লায় ফের মার্কেট বন্ধ ঘোষণা

স্বাস্থ্যবিধি না মানায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে কুমিল্লার হোমনায় ১২ মে থেকে ৩১ মে পর্যন্ত মার্কেটসহ দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা এ আদেশ জারি করেন।

ইউএনও তাপ্তি চাকমা বলেন, ‘গত দুই মাস বন্ধ থাকার পর গত ১০ মে সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন শিথিল করে শর্ত সাপেক্ষে উপজেলার মার্কেটগুলো খুলে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট খোলেন। মার্কেট খোলার প্রথম দিনেই বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায়- ক্রেতা, বিক্রেতারা কেউ সরকারি নির্দেশনা মানছেন না। মার্কেটগুলোতে ঘুরে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার তাগিদ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘গতকাল সোমবার পুনরায় বাজার পরিদর্শনে গিয়ে একই চিত্র দেখা যায়। তাই উপজেলাবাসীকে করোনাভাইরাসের ঝুঁকি থেকে রক্ষা করতে আগামী ১২ মে থেকে ৩১ মে পর্যন্ত মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি এ সময়ের মধ্যে ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া উপজেলায় সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।’

এদিকে জনস্বার্থে দোকানপাট বন্ধ রাখার সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উপজলাবাসী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রশংসা করছেন উপজেলার অসংখ্য মানুষ।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা