ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

ছবি তুলে ত্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: এপ্রিল ৮, ২০২০, ০৭:৪৯ পিএম
ছবি তুলে ত্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ছবি তোলার পর ত্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে অভিযুক্ত চেয়ারম্যান নুরুল আবছার বলছেন, তিনি চক্রান্তের স্বীকার এবং এর সঙ্গে বিএনপির এক রাজনীতিক জড়িত।

গত সোমবার মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ত্রাণ দিয়ে ছবি তোলার পর কয়েকজনের ত্রাণ চেয়ারম্যান নুরুল আবছার কেড়ে নেন বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ৬ এপ্রিল সকালে ত্রাণ দেওয়ার কথা বলে চেয়ারম্যানে তাদের ইউনিয়ন পরিষদে নিয়ে যান। ইউনিয়ন পরিষদে যাওয়ার পর চেয়ারম্যান নুরুল আবছার ও তার লোকজন ত্রাণ দেওয়ার কথা বলে ছবি তোলেন। ছবি তোলার পর চেয়ারম্যানের ছোট ভাই মিজানুর রহমান টিপু ও তার লোকজন তাদের দেওয়া ত্রাণগুলো কেড়ে নেন। কয়েকজন এর প্রতিবাদ করলে চেয়ারম্যানের লোকজন তাদের মারধর করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান তারা।

ত্রাণ দিয়ে কেড়ে নেওয়ার কথা অস্বীকার করেছেন চেয়ারম্যান নুরুল আবছার। তিনি বলেন, ‘একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটিয়েছে। ওইদিন সরকার থেকে আমাদের কাছে কী পরিমাণ ত্রাণ এসেছে, কীভাবে কাদের দেব সেটি নিয়ে আমরা মিটিং করছিলাম। ওই সময় একজন মেম্বার যিনি বিএনপির রাজনীতি করেন, ত্রাণ দেবে বলে গুজব ছড়িয়ে লোক জড়ো করেন। কিন্তু তখন তো আমরা ত্রাণ দেওয়া শুরু করিনি। তাই তাদের ফিরে যেতে বলেছি।’

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ’৬ এপ্রিল বিকাল ৩টার দিকে, তখন আমি বাসায় অবস্থান করছিলাম। তখন শুনলাম বেশ কয়েকজন লোক আমার কার্যালয়ের সামনে জড়ো হয়ে আছে। খবর পেয়ে দ্রুত সেখানে যাই, পরে তাদের জিজ্ঞেস করলে তারা জানায়, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের বেলা ১১টার দিকে ত্রাণ দেবে বলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ডেকে নিয়ে যায়। সেখানে তাদেরকে ২টা পর্যন্ত বসিয়ে রাখার পর বলা হয় ত্রাণ দেওয়া হবে না। তখন তারা বলে আমাদের ত্রাণ দিতে হবে, না হয় আমরা যাব না। এরপর তারা না যেতে চাইলে চেয়ারম্যান ও তার লোকজন তাদেরকে মারধর করে বলে তারা অভিযোগ করেন।’

তিনি বলেন, ‘এরপর আমি তাদের উপজেলার তহবিল থেকে খাদ্যসামগ্রী প্রদান করি। পাশাপাশি এই ঘটনা কেন সংগঠিত হয়েছে, এই ঘটনায় কারা দায়ী সেই বিষয়ে বক্তব্য চেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে চিঠি দিয়েছি।’

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা