ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুস্থ হয়েও ফের করোনায় আক্রান্ত ৩ জন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০, ১০:৩৯ পিএম
সুস্থ হয়েও ফের করোনায় আক্রান্ত ৩ জন

মাদারীপুরের শিবচর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা তিনজনের শরীরে আবারো করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই তিনজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা ইতালিফেরত যুবকের সংস্পর্শে এসেছিলেন। দ্বিতীয়বার আক্রান্ত তিনজন ইতালিফেরত ওই যুবকের স্ত্রী, শাশুড়ি ও বন্ধু।

এ ছাড়া সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন একজন। তিনি ইতালিফেরত যুবকের শ্বশুর। চারজনের মধ্যে তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। ইতালিফেরত যুবকের স্ত্রীকেও ওই হাসপাতালে আনা হচ্ছে।

শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, ‘ছাড়পত্র পাওয়ার পর আবারো সংক্রমিত হওয়ায় স্বাভাবিকভাবেই আমাদের উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সোমবার দুপুর ২টার পর ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। চিফ হুইপ মহোদয়ের ঘরে ঘরে খাবার দেওয়া কর্মসূচি অব্যাহত থাকবে।’

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘তিনজনকে সদর হাসপাতালের আইসোলোশনে রাখা হয়েছে। আরও এক প্রবাসীসহ তিনজনকে আইসোলেশনে নেওয়ার প্রক্রীয়া শুরু হয়েছে।’

পুলিশ সুপার মো. মাহবুব হাসান বলেন, ‘শিবচরের সকল প্রবেশদ্বারসহ সকল সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ওষুধের দোকান ছাড়া সকল দোকান দুপুর ২টা থেকে বন্ধ থাকবে।’

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা