ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় করোনা সন্দেহে বাড়ি লকডাউন, ৯ ঘণ্টা পর মৃত্যু


গো নিউজ২৪ | কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০১:৫১ পিএম আপডেট: এপ্রিল ৫, ২০২০, ০৭:৫১ এএম
কুমিল্লায় করোনা সন্দেহে বাড়ি লকডাউন, ৯ ঘণ্টা পর মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাড়ি লকডাউনের নয় ঘণ্টা পর এক কৃষকের মৃত্যু হয়েছে। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাত ১১টায় দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ওই বাসিন্দার অসুস্থতার লক্ষণকে করোনার উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হওয়ায় তার পরিবারসহ একটি বাড়ির সাতটি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়।

দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: শাহিনুর আলম সুমন জানান, ওই ব্যক্তি ৪-৫ দিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জ্বর, সর্দি এবং কাশিজনিত রোগের চিকিৎসা নিয়ে যান। শনিবার আগের সমস্যাগুলোর সাথে শ্বাসকষ্ট শুরু হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করে তার পরিবারের লোকজন।

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ওই ব্যক্তি করোনা আক্রান্ত সন্দেহে মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের একটি বাড়ি লকডাউন করা হয়।

সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তার উপসর্গ করোনা সংক্রমণের সাথে সম্পর্কিত, তাই নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

সম্প্রতি ওই বাড়িতে বিদেশ থেকে কেউ দেশে ফেরেননি বলে জানান সিভিল সার্জন।

গোনিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা