ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোয়ারেন্টাইন না মেনে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন বিদেশফেরতরা!


গো নিউজ২৪ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২০, ০৩:০৫ পিএম আপডেট: মার্চ ১৫, ২০২০, ০৯:০৫ এএম
কোয়ারেন্টাইন না মেনে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন বিদেশফেরতরা!

স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মানছেন না বগুড়ার নন্দীগ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীরা। প্রকাশ্যে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশ ফেরত নন্দীগ্রাম উপজেলায় ৮ জনকে নিজ বাড়িতে 'হোম কোয়ারেন্টাইনে' রাখা হয়েছে। তাদের করোনা ভাইরাসের লক্ষণ না থাকলেও সতর্কতা হিসেবে 'হোম কোয়ারেন্টাইনে' থাকতে বলা হয়। প্রকাশ্যে ঘুরে বেড়াতে নিষেধ করা হলেও অনেকেই কোনো নির্দেশনা মানছেন না। অবাধে হাট-বাজার, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। বারবার সর্তক করা হলেও তারা ভ্রুক্ষেপ করছেন না। তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে ভয়াবহ বিপদ হতে পারে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে।

জানতে চাইলে মালয়েশিয়া থেকে আসা এক প্রবাসী বলেন, ‘আমি সম্পন্ন সুস্থ’। সকালে নিজের প্রয়োজনে বাজারে গিয়াছিলাম।

কুয়েত থেকে আসা আরেক প্রবাসীকে কুন্দারহাটে বাজার করতে দেখা গেছে। জানতে চাইলে তিনি বলেন, বাজার করতে তিনি হাটে এসেছিলেন। তবে আর বাইরে বের হবেন না বলেও জানান তিনি।

ভাটরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম জুয়েল বলেন, তার ওয়ার্ডে মালয়েশিয়া থেকে আসা এক প্রবাসী জনসমাগমস্থলে প্রকাশ্যে ঘুরচ্ছেন। তিনি চা স্টলেও আড্ডা দিচ্ছেন।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার করিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, সতর্কতা হিসেবে আট জনকে হোম কায়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে বাড়ির বাইরে না যেতে বলা হয়েছে। কেউ প্রকাশ্যে ঘুরে বেড়ালে, তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

গোনিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা