ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিয়ে ৪ দিন পর, কুকুর বাঁচাতে গিয়ে জীবন গেল শিক্ষিকার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৭:৪১ পিএম
বিয়ে ৪ দিন পর, কুকুর বাঁচাতে গিয়ে জীবন গেল শিক্ষিকার

চার দিন পরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্কুল শিক্ষিকা তাসলিমা আক্তারের (২৩)। বিয়ের ছুটি নিতে ও সহকর্মীদের দাওয়াত দিতে ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নিজ কর্মস্থলে। কিন্তু পথে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটতে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরলক্ষ্মী আশ্রায়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার বাবার বাড়ি মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাবআলী গ্রামে হলেও বাবার মৃত্যুর পর মা তাকে নিয়ে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে নানা বাড়িতে চলে যান।

তাসলিমার মামা মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, আগামী বুধবার বিয়ে ছিল। এ উপলক্ষে ছুটি নিতে এবং স্কুলে সহকর্মীদের দাওয়াত দিতে বিয়ের কার্ড নিয়ে সকালে তার এক মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল তাসলিমা। মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় গেলে একটি কুকুর মোটরসাইকেলের সামনে পড়ে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে যায় তাসলিমা। তার মাথা ফেটে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিয়ের লাল টুকটুকে শাড়ি পড়ার আগেই কাফনের সাদা কাপড় পরে তাকে চলে যেতে হয়েছে। তবে মোটরসাইকেলে থাকা ইব্রাহিম অক্ষত ছিলেন।

সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা