ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধর্ষণের শিকার ৩ ছাত্রীকে স্কুল থেকে বহিস্কার, ক্ষুব্ধ অভিভাবকরা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৪:১৫ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১০:১৫ এএম
ধর্ষণের শিকার ৩ ছাত্রীকে স্কুল থেকে বহিস্কার, ক্ষুব্ধ অভিভাবকরা

টাঙ্গাইলের ঘাটাইলে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার সেই তিন ছাত্রীকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা নিয়মিত ক্লাস করার জন্য প্রধান শিক্ষককে লিখিতভাবে অনুরোধ জানালেও অনুমতি মেলেনি। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে।

ভুক্তভোগী ছাত্রীদের একজন বলেন, আমরা লেখাপড়া করতে চাই। কিন্তু স্কুল থেকে আমাদের টিসি দিয়েছে।

এক ছাত্রীর মা অভিযোগ করেন, প্রধান শিক্ষককে অনেক অনুরোধ করেছি, কিন্তু তিনি আমাদের কথা শুনলেন না। তিনি আমার মেয়েকে তার স্কুলে পড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন।

আরো পড়ুন<<>>ভাগ্নির মতো চেহারা তাই বেঁচে গেল ছাত্রী, দেখতে হলো ৩ বান্ধবীর গণধষর্ণ

এ নিয়ে ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে একজনকে এবং অপর দুই মেয়েকে তাদের ইচ্ছায় টিসি দেওয়া হয়েছে। ওরা যদি আবার এ স্কুলে পড়তে চায়, সে ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাদের আবার স্কুলে ভর্তি করে নেওয়া হবে।

ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঘাটাইল উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইমলাম লেবু বলেন, মেয়েগুলোর বিষয়ে অনেক অভিভাবক আমাদের অভিযোগ জানিয়েছে। ওরা যদি স্কুলে আসে ওই অভিভাবকরা তাদের মেয়েদের এ স্কুলে আর রাখবেন না। তবে ওই মেয়েরা যদি স্কুলের অন্য শিক্ষার্থীদের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে, তবে স্কুলে আসুক।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, মেয়েগুলোতো ঘটনার শিকার। তারা কেন শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীটি এমন ঘটনার শিকার হয়েছিল, শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই তার পাশে ছিল। ওদের বেলায়ও সবাইকে পাশে থাকা দরকার। বিষয়টি নিয়ে আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামসুল হক বলেন, আমার সোজা কথা, আমি ওই ছাত্রীদের পক্ষে আছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, বিষয়টি জানার পর নিজেই ওই মেয়েদের অভিভাবক হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। এরপরও কোনও সমস্যা হলে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা