ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিমান্ড শেষে কারাগারে শরিয়ত বয়াতি


গো নিউজ২৪ | শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৭:৩৪ পিএম
রিমান্ড শেষে কারাগারে শরিয়ত বয়াতি

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি এবং নবী করীম (সা:) সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত শরিয়ত সরকার বয়াতিকে ৩ দিনের রিমান্ড শেষে টাঙ্গাইল জেল হাজতে পাঠিয়েছে।মির্জাপুর থানা পুলিশ। 

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ময়মনসিংহের ভালুকা সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিয়ত বয়াতি মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের মৃত পবন সরকারের ছেলে।

জানা গেছে, গত ২৪ ডিসেম্বর ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক পীর এ কামেল হযরত হেলাল শাহ’র ১০ম বাৎসরিক মিলন মেলা ২০১৯ উপলক্ষে আয়োজিত বয়াতি গান অনুষ্ঠানে ভুল ব্যাখ্যা দিয়ে নবী রাসুল ও ইমামদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন শরিয়ত বয়াতি । এতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া শরিয়ত বয়াতিকে গ্রেফতারের দাবিতে তার নিজ এলাকায় কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশও হয়।

শরিয়ত বয়াতির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আগধল্যা গ্রামের জামে মসজিদের ঈমাম মাওলানা ফরিদুল ইসলাম মির্জাপুর থানায় মামলা করলে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বয়াতিকে মির্জাপুর থানা পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল কোর্টে হাজির করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শরিয়ত বয়াতিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার অনুসারি শতাধিক নারী-পুরুষ মির্জাপুর থানায় ভিড় জমান তাকে দেখতে।

মঙ্গলবার ছিল শরিয়ত বয়াতির রিমান্ডের শেষ দিন। এদিনও তাকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পি এবং তার পরিবারের সদস্যসহ গ্রামের লোকজন মির্জাপুর থানায় আসেন।

শরিয়ত বয়াতির ভাই মারফত সরকার বলেন, আমার ভাই একজন মাটির মানুষ। সে একজন ধর্মপ্রাণ মুসলমান। তাই নবী রাসুল এবং ধর্ম সম্পর্কে সে আপত্তিকর কথা বলতে পারে না। 

শরিয়ত বয়াতিকে দেখতে আসা বাউল শিল্পি বাবলি দেওয়ান বলেন, মানুষ ভুলের উর্ধ্বে নয়। হয়তবা শরিয়ত সরকারের বেলায় তাই হতে পারে। পালা গান গাইতে গিয়ে বিভিন্ন যুক্তি তর্ক করতে হয়। তখন কোন ভুল হতে পারে।

বাউল শিল্পি কাজল দেওয়ান বলেন, কথা বলতে গেলে কোন না কোন ভুল হতে পারে। শরিয়ত বয়াতির ক্ষেত্রেও তাই হয়েছে। তার বক্তব্যে ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় অনুভতিতে আঘাত হেনেছে, তা দুঃখজনক। দেশের বাউল শিল্পিদের পক্ষ থেকে কাজল দেওয়ান মুসুল্লিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, শরিয়ত বয়াতি তার আপত্তিকর বক্তব্যের জন্য অনুতপ্ত। সে তার ভুল স্বীকার করেছে। তিনদিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা