ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১১ লাখ টাকা লুট


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৭:০৬ পিএম
কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১১ লাখ টাকা লুট

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি ব্যাংকের ভল্টের তালা ভেঙে ১১ লক্ষাধিক টাকা লুট হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. শাকির ছালেহীন নাইটগার্ডকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

বুধবার ভোর রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারে হায়দার সুপার মার্কেটের ৩য় তলায় কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। 

পুলিশ এ ঘটনায় করা মামলার আসামি নাইটগার্ড মো. সেলিমের (৩২) পাশাপাশি অপর নাইটগার্ড শাহজাহানকেও (৩৮) আটক করেছে।

খবর পেয়ে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, এএসপি (সার্কেল) মো. সাইফুল ইসলাম সাইফ, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজসহ পুলিশ, ডিবি ও পিবিআইয়ের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মামলা সূত্রে জানা গেছে, ব্যাংকের পেছনের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে আলমারিতে রক্ষিত নগদ ১১ লাখ ১৩ হাজার ১শ ৩৩ টাকা নিয়ে যায়।

এ সময় গার্ডের দায়িত্বে থাকা মো. সেলিম কাজে ফাঁকি দিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিল বলে মামলায় অভিযোগ করা হয়।

বুধবার সকাল সাড়ে সাতটায় ব্যাংকের পিয়ন মো. আবু তাহের ব্যাংকে এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করে আলমারি ভাঙা ও কাগজপত্র তছনছ করা অবস্থা দেখতে পেয়ে কর্মকর্তাদের ফোনে জানান। খবর পেয়ে ম্যানেজারসহ সকল কর্মকর্তারা ব্যাংকে এসে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশকে ফোনে জানায়। পরে কৃষি ব্যাংক কুমিল্লা অঞ্চলের জিএম আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘পুলিশ বিষয়টি তদন্ত করছে। দ্রুততর সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করার চেষ্টা করছি’।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা