ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লাইনে দাঁড়িয়েও পেঁয়াজ পেলেন না মেয়র


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ০৭:০৪ পিএম
লাইনে দাঁড়িয়েও পেঁয়াজ পেলেন না মেয়র

প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) ৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ কিনতে পারলেন না দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার সকাল থেকে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে টিসিবির পেঁয়াজ কিনতে ভিড় করেন ক্রেতারা। দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।

এরপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ ক্রয় করে বাজারে চড়া দামে পেঁয়াজ কিনে হাঁপিয়ে ওঠা ক্রেতারা। পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে পেঁয়াজ কিনে ক্রেতারা।

দুপুর আড়াইটায় পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়ান দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। কিন্তু প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পেঁয়াজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন তিনি।

মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দেখলাম ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে আমিও লাইনে দাঁড়াই। এ সময় আমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সামনে গিয়ে পেঁয়াজ নিতে বললেও সাধারণ মানুষদের পাশ কাটিয়ে আমি যাইনি। প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এগিয়ে যেতে যেতে আমার সামনে যখন আরও ৪-৫ জন লোক ছিল তখনই পেঁয়াজ শেষ।

আগামীকাল (বুধবার) দিনাজপুর প্রেস ক্লাবের সামনে টিসিবির পেঁয়াজ দেয়া হবে, সেখানেই গিয়ে পেঁয়াজ কিনবেন বলে জানিয়েছেন তিনি।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা