ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৩:৫৩ পিএম আপডেট: নভেম্বর ২২, ২০১৯, ০৯:৫৩ এএম
সিরাজগঞ্জে মদপানে ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে মদ পান করে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অন্তত সাতজনকে। নিহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রাসেল ও সাদ্দাম।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাজিপুর উপজেলার বিয়াড়া গ্রামে সিদ্দিকের ছেলে সেনা সদস্য মানিকের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে দুপুরে কয়েকজন দেশি মদ পান করেন। এর কিছুক্ষণ পর কয়েকজন অসুস্থ বোধ করলে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই এলাকার রাসেল হোসেন (২৩) ও কোরবান আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৪) নামের দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নয়জনকে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাতে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আকতার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশি মদ বা স্প্রিট পান করেই এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা