ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দলচ্যুত করার অভিযোগ


গো নিউজ২৪ | আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৩:১৮ পিএম আপডেট: নভেম্বর ২১, ২০১৯, ০৯:১৮ এএম
দলচ্যুত করার  অভিযোগ

আগামি ২৪ নভেম্বর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সম্মেলন, কাউন্সিলর নির্ধারণ ও উপজেলা কমিটি গঠন বিষয়ে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা সম্মেলনের সভাপতি প্রার্থী সমীর দত্ত চাকমা। বৃহস্পতিবার দুপুরে এফএনএফ রেস্টুরেন্ট এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সদস্য ভাস্কর রঞ্জন সাহা। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হোসেন আহম্মদ চৌধুরী,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কান্তি দেসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সম্মেলনের সভাপতি প্রার্থী সমীর দত্ত চাকমা অভিযোগ করে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা একপেশে ও অগণতান্ত্রিক রাজনীতি কর্মকান্ড বাস্তবায়ন করছে। অসাম্প্রদায়িক দল আ’লীগে সাম্প্রদায়িক আধিপত্য বিস্তার করছেন। তারই প্রমাণ সম্প্রীতি খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার কাউন্সিলে দৃশ্যামান হয়েছে। 

ত্যাগী ও নির্যাতিত নেতাদের বঞ্চিত করে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে দলের গঠনতন্ত্র বহির্ভূত ভাবে সম্মেলন ও কাউন্সিলের লক্ষে লুকোচুরি ও গোপন ষড়যন্ত্রে ফলে ক্ষোভ আর শঙ্কাও নিয়ে দলের নেতাকর্মীদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে অভিযোগ এনে এ সকল ঘটনায় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দায়ী করেন।

এছাড়াও এমপি ও তার অনুসারীরা তৃনমুলের নেতাকর্মীদের আইওয়াশ করে নেতাকর্মী ও ত্যাগীদের প্রতিহিংসার কাঠগড়ায় দাঁড় করানোসহ গুটি কয়েক নেতাদের ষড়যন্ত্রের জেলা-উপজেলায় অনেক নেতাকর্মী নিষ্কৃয় হয়ে দল ছাড়ার কথা তিনি উল্লেখ করে সংগঠনের স্বার্থে-আওয়ামীলীগকে শক্তিশালী করতে সকল ষড়যন্ত্র,প্রতিহিংসা ভুলে ত্যাগীদের দল চ্যুত করার মনভাব থেকে সড়ে এসে সম্প্রীতি ও বঙ্গবন্ধুর আদর্শীক রাজনীতির পথে আসার আহবান জানান।

পাশাপাশি অগণতান্ত্রিক ভাবে গঠিত নয় উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ নিয়ে জেলা কাউন্সিলের প্রণিত তালিকা প্রত্যাক্ষাণ করে আগামী ২৪ নভেম্বর খাগড়াছড়ি আওয়ামীলীগের জেলা কাউন্সিলের লক্ষে সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি। 

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা