ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিতা হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড


গো নিউজ২৪ | আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৫:২২ পিএম আপডেট: নভেম্বর ২০, ২০১৯, ০৫:৩১ পিএম
পিতা হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড

খাগড়াছড়িতে মাদক ক্রয়ের অর্থ না পেয়ে  পিতাকে হত্যার দায়ে ছেলে এরফান আলীকে মৃত্যুদন্ড দিয়েছে বিচারিক আদালত। একইসাথে তাকে ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদ-ে দন্ডিত করা হয়। বুধবার সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত সুত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারী রামগড় উপজেলার বলিটিলা এলাকায় মাদকাসক্ত ছেলে এরফান আলী পিতা জসিম উদ্দীনকে নিজ ঘরে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় এরফানের মা আনোয়রা বেগম চিৎকার করলে পাশ্ববর্তী লোকজন এসে ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় ছেলেকে আসামি করে মা আনোয়ারা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩১ আগষ্ট মামলার একমাত্র আসামি এরফান এর বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ।মামলার এজাহাকারী আনোয়ারা বেগম বলেন, নেশাগ্রস্থ এরফান মাদক সেবনের টাকা চেয়ে পিতার সাথে প্রায় বাক বিতন্ডায় জড়াতো। তারই জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জসিম উদ্দিনকে হত্যা করে তার ছেলে এরফান।মামলার পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ১০ জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়।

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা