ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ১০:৩৮ এএম
দিনাজপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবলীগ নেতাকর্মী নিহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চিরিরবন্দরের আমতলী পলাশডাঙ্গী ঘোড়ামারা সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার পূর্ব ভিয়াইল ইউনিয়নের মো. ওসমান গণির ছেলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আশিক (৩৭) এবং মুকুন্দপুর গ্রামের দলকুড়া পাড়ার শ্রী ধলুরাম রায়ের ছেলে ভিয়াইল ইউনিয়ন যুবলীগের কর্মী দেবেশ চন্দ্র রায় (৪৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে একটি বালুবাহী ১০ চাকার ট্রাক ভিয়াইল ইউনিয়নের খেরকাটি গ্রামের কাকড়া নদীর ধুরইল বালুঘাট থেকে বালু নিয়ে মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে ঘোড়ামারা মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটস্থলেই আসাদুজ্জামান আশিক ও দেবেশ চন্দ্র রায় নিহত হন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবলীগ নেতাকর্মী নিহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চিরিরবন্দরের আমতলী পলাশডাঙ্গী ঘোড়ামারা সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার পূর্ব ভিয়াইল ইউনিয়নের মো. ওসমান গণির ছেলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আশিক (৩৭) এবং মুকুন্দপুর গ্রামের দলকুড়া পাড়ার শ্রী ধলুরাম রায়ের ছেলে ভিয়াইল ইউনিয়ন যুবলীগের কর্মী দেবেশ চন্দ্র রায় (৪৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে একটি বালুবাহী ১০ চাকার ট্রাক ভিয়াইল ইউনিয়নের খেরকাটি গ্রামের কাকড়া নদীর ধুরইল বালুঘাট থেকে বালু নিয়ে মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিল।পথিমধ্যে ঘোড়ামারা মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটস্থলেই আসাদুজ্জামান আশিক ও দেবেশ চন্দ্র রায় নিহত হন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা