ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেঁয়াজের পরিবর্তে মুলা দিয়ে রান্না!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৬:৪৬ পিএম আপডেট: নভেম্বর ১৬, ২০১৯, ১২:৪৬ পিএম
পেঁয়াজের পরিবর্তে মুলা দিয়ে রান্না!

প্রতিদিনেই পেঁয়াজের মূল্য বাড়ছে হু-হু করে। এতে সারাদেশের ন্যায় দিশেহারা হয়ে পড়েছেন জয়পুরহাটের খেটে খাওয়া মানুষ। এখানকার অনেকেই পেঁয়াজ কিনতে না পেরে মুলা দিয়ে তরকারি রান্না করছেন।

জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭৫ থেকে ২৮০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬৫ থেকে ২৭০ টাকায়। এই পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে ক্রেতা সাধারণ হিমশিম খাচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।

এদিকে যে সব মানুষের দৈনিক গড় আয় ২০০-২৫০ টাকা। তাদের এ আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সংগতি নেই। চাল-ডাল, আলু-তরকারি কেনার পর নিম্ন আয়ের এসব মানুষের রান্নার অপরিহার্য উপাদান পেঁয়াজ কেনা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। পেঁয়াজের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় ক্ষুব্দ এসব মানুষ।

জেলার পাঁচগ্রাম-মঙ্গলপুকুর আবাসন প্রকল্পের বাসিন্দা গৃহিনী রুপিয়া বেগম বলেন, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাই। দুই সপ্তাহ আগে পুনটহাট থেকে আধা কেজি পেঁয়াজ ৯৫ টাকা দিয়ে কিনে এনেছিলাম। এক সপ্তাহ আগে সেই পেঁয়াজ শেষ হয়েছে। সেই থেকেই পেঁয়াজ ছাড়াই রান্না করছি।

বৈরাগী গ্রামের অটোভ্যানচালাক সুজাইল বলেন, প্রতিদিন গড় আয় হয় ২০০ থেকে ২৫০ টাকা। পেঁয়াজের যে দাম তাতে আমাদের মত গরিব মানুষের পক্ষে কেনা অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান যে আয় হয় তা দিয়ে পেঁয়াজ কিনে খাওয়া কোন মতেই সম্ভব নয়। তাই পেঁয়াজের পরিবর্তে মুলা দিয়ে রান্না করতে বাধ্য হয়েছি।

কালাই পৌরবাজারে খুচরা পেঁয়াজ বিক্রেতা আবু বাশার, পাঁচবিবি বাজারের শফিকুল ও আক্কেলপুর বাজারের ছাইফুল বলেন, জেলা ও উপজেলার বিভিন্ন পাইকারি বাজার থেকে যে দামে পেঁয়াজ কিনে আনা হয়, তার থেকে দুই টাকা লাভে বিক্রি করা হচ্ছে। বর্তমান প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭৫ থেকে ২৮০ টাকায়।

এ বিষয়ে জেলা প্রসাশক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, বাজার দর থেকে অতিরিক্ত দামে পেঁয়াজ যাতে কেউ বিক্রি করতে না পারে সেজন্য বিভিন্ন হাট-বাজারে মনিটরিং করা হচ্ছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা