ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

একটি ব্রীজ হলে পাল্টে যাবে ৭ গ্রামের মানুষের জীবন চিত্র


গো নিউজ২৪ | নুরুল আলম সাঈদ প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৫:৩০ পিএম আপডেট: নভেম্বর ১২, ২০১৯, ০৫:৩৭ পিএম
একটি ব্রীজ হলে পাল্টে যাবে ৭ গ্রামের মানুষের জীবন চিত্র

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ছাদোঅং মার্মা পাড়া সংলগ্ন ধাবনখালী ঝিরির উপর একটি ব্রীজ নির্মান হলে পাল্টে যাবে ওই এলাকার ৭টি গ্রামের মানুষের  জীবন চিত্র।বর্তমানে ঝুকিপুর্ন হয়ে থাকা পায়ে হেটেঁ চলাচলের একটি ছোট ব্রীজটি রয়েছে ; সেটি ও যে কোন মুহুর্তে ধ্বসে বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।

স্থানীয় ছাদোঅং মার্মা পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বাবু ধুংছাই মারমা জানান ,এই ব্রীজটি দীর্ঘকাল যাবৎ ঝুকিপুর্ন অবস্থায় রয়েছে। প্রতিদিন এই  ব্রীজ দিয়ে শত শত পাহাড়ী বাংঙালীর পারাপার করে ক্ষেত খামার, চাষাবাদ, রাবার বগান,ও কয়েকটি  গ্রামে চলাচল করে থাকে। পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ও পারাপার করে থাকে। বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় দূর্ঘটনার আশংকা রয়েছে।

স্থানীয় বাসিন্দা শফিউল আলম জানান,- ঝুঁকিপূর্ণ ব্রীজটি দীর্ঘদিন এ অবস্থায় রয়েছে। তাছাড়া ব্রীজটি পায়ে হেটেঁ চলাচল ছাড়া আর কিছুই সম্ভব নয়। কোন প্রকার যানবাহন ও চলাচল করতে পারেনা। যার ফলে কয়েক গ্রামের হাজারো মানুষকে চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে।

সরজমিনে দেখা যায় দীর্ঘকাল যাবৎ ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এরই উপর দিয়ে পারা পার করছে মানুষ, গরু,ছাগল, পাহাড়ে উৎপাদিত পন্য সামগ্রী।বর্ষা মৌসুমে পাহাড়ী ঝিরি বা ছড়াটি খরস্রোতে পরিণত হয়। পারাপার হওয়ার সময় ভেসে যায় দ্রব্য-সামগ্রীর পাশাপাশি গরু,ছাগল ও। ব্রীজটির ওপারে রয়েছে ৩ টি গ্রাম, কয়েকশত একর আবাদি জমি, রাবার বাগান, বিভিন্ন ফলজ ও বনজ বাগান। দৈনিক যাতায়াতকারী প্রায় হাজারোও মানুষ।ধাবন খালীর এই ছড়াটি বর্ষা মৌসুমে পাহাড়ী ঢলের পানি, আর শুকনো মৌসুমে বোরো আবাদের জন্য বাধঁ দিয়ে থাকে কৃষকেরা ,যার ফলে চরম দুর্ভোগ জনসাধারনের।তাই  ব্রীজটি নির্মান হলে দূঃখ, দূর্দশা থেকে মুক্তিপাবে হাজারো মানুষ।এ বিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম  বলেন, ধাবনখালি ছড়ার উপর ব্রীজ নির্মানের ব্যাপারে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবগত করেছেন।আগামী অর্থ বছরে বরাদ্দে উক্ত স্থানে একটি পি আই ও ব্রীজ নির্মানের পরিকল্পনা রয়েছে।স্থানীয়রা ব্রীজটি নির্মানের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা