ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফারাক্কার পানিতে ডুবল কুষ্টিয়া


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: অক্টোবর ১, ২০১৯, ০৭:৩৬ পিএম আপডেট: অক্টোবর ১, ২০১৯, ০৮:৪৪ পিএম
ফারাক্কার পানিতে ডুবল কুষ্টিয়া

ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় কুষ্টিয়ায় বন্যার পানি বিপদ সীমা অতিক্রম করে জেলার ৫টি উপজেলার আংশিক লোকালয়ে প্লাবিত হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিপদ সীমা অতিক্রমের মাত্রা রেকর্ড করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

আকস্মিক এই প্লাবনে কৃষি জমির ফসল বিনষ্টের সঙ্গে চরম ভোগান্তির শিকার হয়েছেন দুর্গত এলাকার মানুষ। আক্রান্তদের অভিযোগ, চরম বিপদ সংকুল অবস্থায় ন্যূনতম জীবন যাপনের প্রয়োজনীয় সহযোগিতাও পাননি এখনো।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী পীযূষ কৃষ্ণ কণ্ডু জানান, ভারতের উত্তরাঞ্চলে অব্যাহত ভারী বর্ষণের ফলে গঙ্গা অববাহিকায় গত প্রায় ১৫ দিন ধরে পানি বাড়তে থাকে। শুরু থেকেই পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ ও গড়াই নদীর গাড়াই রেল ব্রিজ পয়েন্ট থেকে পানি বৃদ্ধির মাত্রা সংগ্রহ করা হচ্ছিল। সংগৃহীত তথ্যমতে, প্রতিদিন গড়ে দশমিক ৪ থেকে ৮ সে.মি. পানি বৃদ্ধি পাচ্ছিল। কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে সোমবার পানি বৃদ্ধির পরিমাণ ছিল ১৪.১০ সে.মি.। যেখানে নির্ধারিত বিপদ সীমা ১৪ দশমিক ২৫ সে.মি.। কিন্তু আকস্মিক ভাবে গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধির হার দ্বিগুণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকাল ১০টায় তা বিপদ সীমা অতিক্রম করেছে। সর্বশেষ মঙ্গলবার বেলা ৩টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে কাউন্ট হয়েছে ১৪ দশমিক ২৮ সে.মি.। এই বৃদ্ধির মাত্রা অব্যাহত রয়েছে। পূর্বাভাষ মতে এই বৃদ্ধির মাত্র আগামী আরও ৭দিন থাকবে বলে জানালেন এই কর্মকর্তা।

হঠাৎ করে পানি বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে পীযূষ কৃষ্ণ কণ্ডু জানান, গতকাল দুপুর পর্যন্ত পানি বৃদ্ধির মাত্রা আগের মতো থাকলেও পরে সন্ধ্যা ছয়টার দিকে পানি দ্বিগুণেরও বেশি মাত্রায় বৃদ্ধি পেতে থাকে। পার্শ্ববর্তী দেশ ভারত ফারাক্কা বাঁধের সবগুলো গেট একসঙ্গে খুলে দেওয়ায় পানির এই অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে বলে ধারণা করছি।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা