ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হলেন সুমন


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক: প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০৪:০১ পিএম আপডেট: আগস্ট ২৫, ২০১৯, ১০:০১ এএম
‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হলেন সুমন

আসছে ২৮ আগস্ট থেকে শুরু হতে চলছে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক যুব শান্তি প্রতিনিধি সম্মেলন। মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হবে এই ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর (জিওয়াইপিএ) সম্মেলন। আর এখানেই অংশ নিতে যাচ্ছেন "ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭)" প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুমন রহমান (রুহিত সুমন) ।

সুমন রহমান আগামী ২৮ আগস্ট মালদ্বীপ যাবেন। পাঁচ দিনের এই সম্মেলন সমাপনী হবে আগামী ১ সেপ্টেম্বর।

মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে হুলহু মালে সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যুব শান্তি প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে বিশ্বের ২৫টি দেশ থেকে যুব প্রতিনিধিরা যোগ দেবেন।

ইতিমধ্যে যুব কমিটি তাদের ওয়েব সাইটে বিশ্বের বিভিন্ন দেশের যুবদের জীবন বৃত্তান্ত প্রকাশ করেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিশ্বের যুব প্রতিনিধিরা একযোগে কাজ করবে। সেই সম্মেলনে যোগ দেবেন মোঃ সুমন রহমান এবং একই সাথে গ্রহণ করবেন "গ্লোবাল পিস অ্যাওয়ার্ড" তথা বিশ্ব শান্তি পুরস্কার । 

২০০৮ সালে তার প্রতিষ্ঠিত ময়ূরপঙ্খী সংস্থার মাধ্যমে সমাজের অবহেলিত, দুঃস্থ মানুষের কল্যাণ এবং সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের শিক্ষাসহ মৌলিক অধিকার নিয়ে কাজ করছেন । সমাজের যুব সামাজিক কাজে সম্পৃক্ত করে সৃজনশীল কাজের প্রতি উৎসাহ প্রদান করছেন । প্রতিষ্ঠা করেছেন ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুল, ময়ূরপঙ্খী নারী শিক্ষাকেন্দ্র, ময়ূরপঙ্খী সৃজনশীল লাইব্রেরীসহ বহু সেবামূলক প্রতিষ্ঠান । প্রায় শতাধিক সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের বিনাবেতনে পড়াচ্ছেন তিনি ।
কাজের স্বীকৃতি স্বরুপ পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক বহু সম্মাননা ।

সুমন রহমান এর আগে ভারত, মালয়েশিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি গ্রীন বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম, টেলিভিশন এন্ড ডিজিটাল মিডিয়ায় স্নাতক  ডিগ্রি অর্জনের পর একজন ইভেন্ট অর্গানাইজার ও উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। 

মুন্সীগঞ্জের সন্তান সুমন রহমান একজন সফল যুব উদ্যোক্তা । বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সেভ দ্যা চিলড্রেন, ইউনিসেফসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ছোটদের জন্য বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিক, মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের সকল দেশের সম্মেলনে প্রতিনিধিত্ব করতে চান সুমন রহমান এবং সেইসাথে মানবকল্যাণে নিজের জীবন অতিবাহিত করতে চান তারুণ্যের শক্তিতে ভাস্বর সুমন রহমান ।

সুমন রহমান বলেন, সত্যিই দারুণ একটি অর্জন এটি । বাংলাদেশের নাম বহির্বিশ্বে উজ্জ্বল করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত । এভাবে সারাবিশ্ব যেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারি সেই জন্য সকলের দোয়া, সমর্থন এবং ভালোবাসা কামনা করছেন তিনি । ময়ূরপঙ্খী সুবিধাবঞ্ছিত শিশুদের শিক্ষার জন্য সমাজের বিত্তবানদেন সহযোগিতা ও পাশে থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি । 

গো নিউজ২৪/জাব/আরআর
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা