ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে এক ছাতার নিচে ছাত্র-ছাত্রী, পিটিয়ে স্কুল থেকে বহিস্কার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০৮:৫৮ পিএম আপডেট: আগস্ট ২২, ২০১৯, ০৯:০১ পিএম
বৃষ্টিতে এক ছাতার নিচে ছাত্র-ছাত্রী, পিটিয়ে স্কুল থেকে বহিস্কার

ছাত্র সহপাঠীর সঙ্গে বৃষ্টিতে একই ছাতার নিচে বাড়ি যাওয়া এবং ঘাড়ে হাত রাখায় জয়পুরহাটের পাঁচবিবির জীবনপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। 

ঘটনার পর বেধড়ক মারধর করে দুই ছাত্র-ছাত্রীকে বহিস্কার করেন স্কুলের সহকারী শিক্ষক শামসুল ইসলাম। এক মাস ধরে লেখাপড়া বন্ধ তাদের।

জানা যায়, জয়পুরহাট পাঁচবিবি উপজেলার দিবাকরপুর পাকুরিয়ার প্রত্যন্ত গ্রামের জীবনপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী আয়েশা সিদ্দীকা। ২৩ জুলাই স্কুল শেষে কোচিংয়ে পড়ার পর বাড়ি যাওয়ার পথে বৃষ্টি নামে। এ সময় আয়েশার সঙ্গে ছাতা থাকলেও তার সহপাঠী তানভীর বৃষ্টিতে ভিজছিল। তখন তানভীরও তার ছাতার নিচে আসে। এ সময় আয়েশা তানভীরের ঘাড়ে হাত রাখে। ওই স্কুলের সহকারী শিক্ষক শামসুল ইসলাম তাদের দেখতে পান।

পর দিন স্কুলের লাইব্রেরি কক্ষে আয়েশা ও তানভীরকে খারাপ অপবাদ দিয়ে বেত দিয়ে বেধড়ক পেটানো হয়। এরপর তানভীর ও আয়েশাকে ছাড়পত্র দেয় স্কুল কর্তৃপক্ষ।

তবে ছাড়পত্রে দুই শিক্ষার্থীর ‘নৈতিক চরিত্র ভালো, আচরণ সন্তোষজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে সাংবাদিকদের স্কুলছাত্রী আয়েশা সিদ্দীকা বলেন, এক মাস আগে স্কুল ছুটির পর প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলাম। এ সময় বৃষ্টি হচ্ছিল। আমার হাতে ছাতা থাকায় সহপাঠী তানভীরও ছাতার নিচে আসে ও আমার ঘাড়ে হাত রাখে। এ সময় শামসুল স্যার পেছনে আসছিল এবং আমাদের দেখতে পান। পর দিন লাইব্রেরি কক্ষে ডেকে বেত দিয়ে আমাকে শারীরিক নির্যাতন করেন এবং বাড়িতে এনে রেখে যান। বাড়িতে এসে অজ্ঞান হয়ে যাই। আমি কোনো অন্যায় করেনি এবং স্যারের কারণে আজ আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে।

আয়েশার চাচা মনোয়ার হোসেন, চাচী নূপুর, প্রতিবেশী ফেরদৌসী, সাইদুল ইসলামসহ আরো অনেকে বলেন, হতদরিদ্র পরিবারের আয়েশার লেখাপড়ার খরচ মেটাতে বাবা ও মা দুজনই ঢাকায় গার্মেন্টেসে চাকরি করে। দাদির কাছে রেখে জীবনপুর উচ্চ বিদ্যালয়ে আয়েশাকে পড়ালেখা করাতেন। মারধর ও ছাড়পত্র দেওয়ার কারণে লোকলজ্জায় সে বাড়িতে বসে আছে। আশপাশে ওই স্কুল ছাড়া তেমন স্কুলও নেই। মেয়েটিকে নিয়ে আমরা চরম হতাশায় আছি।

অভিযুক্ত সহকারী শিক্ষক শামসুল ইসলাম অল্প মারধরের কথা স্বীকার করে বলেন, মারার বিধান না থাকলেও অভিভাবকরাই শাসন করার অধিকার দিয়ে যান। এ জন্য সামন্য একটু মেরেছি।

স্কুলের প্রধান শিক্ষক মীর মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গ করায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। মারধর যিনি করেছেন তাকেই দায়ভার নিতে হবে।

বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান জানান, আমি শুনেছি স্কুলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার মো. ইব্রাহিম খলিলুল্লাহ্ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা