ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাসর রাতে শিক্ষকের আত্মহত্যা 


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০৪:০৬ পিএম আপডেট: আগস্ট ২০, ২০১৯, ১০:০৬ এএম
বাসর রাতে শিক্ষকের আত্মহত্যা 

বাসর রাতে গলায় ফাঁস দিয়ে মো. মনির (২৬) নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।  মঙ্গলবার সকালে ভোলায় ওই শিক্ষকের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মনির ভোলা সদর উপজেলায় পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছে, গত শুক্রবার মনিরের সঙ্গে ভোলা পুলিশ লাইন এলাকার মাহে আলমের মেয়ে বিবি জয়নবের (২১) বিয়ে হয়। কিন্তু বিয়ের পর কনেকে তারা বাবার বাড়িতেই রেখে আসেন। সোমবার জাঁকজমক অনুষ্ঠান করে কনেকে শ্বশুরবাড়িতে আনা হয়। সব আয়োজন শেষে বর-কনেকে বাসর ঘরে পাঠানো হয়। পরে রাতের কোনো এক সময় মনির নিজের ঘরের সামনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মঙ্গলবার ভোরে বিয়ের অনুষ্ঠান সাজানোর লোকজন তাদের ‍জিনিসপত্র নিতে মনিরের বাড়িতে আসলে তারা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

তবে কী কারণে ওই শিক্ষক আত্মহত্যা করেছেন তা কেউ জানাতে পারেনি।

এ ব্যাপারে ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন চন্দ্র শীল বলেন, ‘খবর পেয়ে আমরা বরের লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এটি হত্যা না আত্মহত্যা এখনই বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে।’

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা