ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অন্ধ পরিবারটির মুখে হাসি ফোটালেন বগুড়ার পুলিশ সুপার


গো নিউজ২৪ | খালিদ হাসান, বগুড়া প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১০, ২০১৯, ০৮:২৬ পিএম
অন্ধ পরিবারটির মুখে হাসি ফোটালেন বগুড়ার পুলিশ সুপার

হাসি ফুটেছে বগুড়ার শিবগঞ্জের ১৪ জন অন্ধ পরিবারের সদস্যদের মুখে। গণমাধ্যমে সংবাদটি দেখার পর তাদের মাঝে ঈদের পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী রোমেনা আশরাফ ও বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, পিপিএম (বার)।

শনিবার বিকালে উপজেলার ময়দান হাটা ইউনিয়নের সোবাহানপুর পোড়া বাড়ি এলাকায় অন্ধদের নিজ বাড়িতে উপস্থিত হয়ে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী এসব সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্ধদের আলাদা আলাদা ছয় পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১৫ কেজি চাল,২ কেজী মাংস,৩ লিটার তেল, ও ৩ কেজি আলু সহ পাঞ্জাবী, লুঙ্গি, শাড়ি, থ্রী পিচ ও ফ্রক বিতরণ করা হয়। 

সেইসঙ্গে এই অন্ধদের স্থায়ী পূনর্বাসনের জন্য পদক্ষেপের ঘোষণা দিয়ে পুলিশ সুপার আলী আশরাফ বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। তাদের জন্য সমাজের প্রত্যক মানুষকেই এগিয়ে আসতে হবে। আমরা শিশুদের শিক্ষা ও তাদের জীবন যাপনের মান ভালো করার জন্য চেষ্টা করবো।

পুনাক সভানেত্রী রোমেনা আশরাফ বলেন, পুনাক ইতোপূর্বেও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। এই অন্ধ পরিবারকে কিছুটা সাহায্য করতে পেরে আমরা তৃপ্ত হয়েছি। ভবিষ্যতেও সমাজের অবহেলিত মানুষের পাশে থাকবে পুনাক।

এদিকে নতুন ঈদের পোষাক ও খাদ্য সামগ্রী পেয়ে হাসি ফুঁটেছে রুমি, মীম জীম বাবু, শরীফ, শ্যামলী, মানিক ও রাজিয়া নামের ফুটফুটে শিশু সন্তানদের মুখে। সন্তানদের পাশাপাশি খুশি তাদের ছয় অন্ধ বাবা-মাও।

দৃষ্টি প্রতিবন্ধী শহিদুল, বুলু, টুলু, জহিলা, মমেনা ও শহিদারা জানান তাদের অনুভূতির কথা। এসময় তারা পুলিশ সুপার ও সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা