ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগৈলঝাড়ায় মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে বাধা, হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষোভ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৭:৫৩ পিএম
আগৈলঝাড়ায় মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে বাধা, হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষোভ

বরিশালের আগৈলঝাড়ায় মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের সভাপতির মরিয়ম বেগমের বাধায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে!

স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার আস্কর গ্রামের প্রায় আড়াইশ’ বছরের পুরানো মন্দিরে হিন্দু সম্প্রদায় পুজা অর্চনা করে আসছেন। ওই মন্দিরে পুজায় স্থানীয় কোন সম্প্রদায় এতো দিন পুজা করতে বাধা দেননি। মোহাম্মদ হাকিম হাওলাদার এর স্ত্রী মরিয়ম বেগম (মেরী) আগে পাশের গ্রামে (চক্রীবাড়ি) থাকতেন।

প্রায় পনের বছর আগে বাজারের পাশে জমি কিনে বাড়ি তৈরি করার পর থেকেই এই এলাকাতে বসবাস করতে থাকেন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় পূজা মণ্ডপে ঢাক ও কাশির ঘন্টা বাজিয়ে সন্ধ্যায় আরতি শেষে প্রার্থনা করবেন এমন সময় মরিয়ম বেগম(মেরী) এসে বলেন, এখানে কে কে ঢোল বাজিয়েছে, এখনি ঢোল বাজানো বন্ধ কর। আমাদের সমস্যা হয়।

তারা আরও বলেন, নামাজের সময় ৭ টা কিন্তু আমরা পুজা শুরু করি ৭টা ২০/৩০ মিনিটে যাতে নামাজের ক্ষতি না হয় কিন্তু তারপরও আমাদের মন্ডপে এসে এতো বছরের পুজা বন্ধ করতে বলে এবং আমাদের মন্দিরের ৪০০/৫০০ গজের ভিতরে কোন মসজিদ নেই। তাহলে কেন তাদের সমস্যা হবে।

এই বিষয়ে মরিয়ম বেগম(মেরী) বলেন, আমি বাগধা মহিলা আওয়ামী লীগের সভাপতি। আমি ২০ বছর রাজনীতির সাথে জড়িত। কালিবাড়িতে প্রতিদিন ঢোল বাজিয়ে পুজা দেয়। এতে মাগরিবের নামাজ পড়তে পারি না।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার কোন ঘটনা ঘটেনি । তবে স্থানীয় লোকদের সাথে সামন্য ভূল বোঝা বুঝি হয়েছে। যা বাজার কমিটি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসনের সহযোগীতায় সমাধান করা হয়েছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা