ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে অস্ত্র ছিনতাই


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০৮:০৩ পিএম
পুলিশের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে অস্ত্র ছিনতাই

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সৃষ্ট সংঘর্ষ চলাকালে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ১০ রাউন্ড গুলিসহ পুলিশের অস্ত্র ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফলে নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে।

সোমবার সকাল সারে আটটার দিকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সৃষ্ট সংঘর্ষ থামাতে গেলে এক এক নারী মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তার এক সহযোগী পুলিশের অস্ত্রটি ছিনিয়ে নেয়। ঘটনার ছয় ঘণ্টা পর একটি নারিকেল গাছ থেকে গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

সংঘর্ষে তিন পুলিশ সহ উভয় পক্ষের ১৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের হাকিম হাওলাদার গংদের সাথে কামাল হোসেন গংদের সঙ্গে ১৯ একর ৫৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে ওই জমিতে কামাল হোসেন গংরা প্রায় ২৫-৩০ জন লোক নিয়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে যায়। হাকিম হাওলাদার গংরা বাধা দিতে গেলে তাদেরকে জমির কাছে না যেতে হুমকি দেয়া হয়।  

হাকিম হাওলাদার এ ঘটনা বাউফল থানাকে জানালে ঘটনাস্থলে তিনজন পুলিশ পরিস্থিতি সামলাতে যায়। এ সময় কামাল হোসেনের পক্ষের ফারুক হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং তার সাথে থাকা ফিরোজ হাওলাদার এক এএসআইয়ের কোমর থেকে ১০ রাউন্ড গুলি সহ পিস্তল ছিনিয়ে নিয়ে যায়।

উদ্ধার হওয়া অস্ত্র

বাউফল থানার পুলিশ ঘটনা জানতে পেরে ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধারের অভিযান চালায়। এ সময় পুলিশের সাথে পার্শ্ববর্তী কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ, মনির হোসেন মোল্লা ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর একটার দিকে ফিরোজের বাড়ির একটি নারিকেল গাছ থেকে গুলি ও পিস্তল উদ্ধার করেন।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় মামলা দেয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে পটুয়াখালীর পুলিশ সুপার মো. মঈনুল হাসান বাউফলে অবস্থান করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা