ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হানিফ পরিবহনের বাস কেড়ে নিল ২ স্কুলছাত্রের প্রাণ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৫:৩৩ পিএম আপডেট: জুন ২০, ২০১৯, ০৫:৫৪ পিএম
হানিফ পরিবহনের বাস কেড়ে নিল ২ স্কুলছাত্রের প্রাণ

যশোরের মনিরামপুরে বাসচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত আশিকুর ও আল-আমিন উপজেলার ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাদের রোল পর্যায়ক্রমে ১ ও ২ ছিল।

বৃহস্পতিবার সকালে কোচিং শেষে বাড়ি ফেরার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বিজয়রামপুর খইতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আশিকুর ধলিগাতি গ্রামের খাইরুল বাশারের ছেলে এবং আল-আমিন জামলা গ্রামের আবুল কালামের ছেলে।

মেধাবী দুই সহপাঠীর নিহতের খবরে শিক্ষার্থী শিক্ষকসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মনিরামপুর থানার এসআই শাহ আবদুল জলিল এবং নিহত আশিকুর রহমানের চাচা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মনিরামপুর পৌরশহরের একটি কোচিং সেন্টার থেকে পড়া শেষে আশিক ও আল-আমিন বাইসাইকেলে বাড়ি ফিরছিল।

সাড়ে ৮টার দিকে মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর খইতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো গ-১৪-৭৪৮৩) তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আশিকুরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

বাসচাপায় দুই ছাত্রে মৃত্যুর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক যশোর-সাতক্ষীরা মহাসড়কের সুন্দলপুর বাজারে কাঠের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে।

এ  ঘটনায় নিহত আশিকুরের ভাই আতাউর রহমান বাদী হয়ে চালকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তবে পুলিশ তাকে আটক করতে পারেনি।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা