ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্ত্রী বাড়ি চলে যাওয়ায় দুই শ্যালককে গাছে বেঁধে মারধর


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৭:১৫ পিএম
স্ত্রী বাড়ি চলে যাওয়ায় দুই শ্যালককে গাছে বেঁধে মারধর

যৌতুক ও নির্যাতনের কারণে স্ত্রী বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যাওয়ায় দুই শ্যালককে গাছে বেঁধে পিটিয়েছেন দুলাভাই। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমছলন্দ কান্দাপাড়া গ্রামে রোববার (১৬ জুন) ঘটনাটি ঘটে। 

মারধরের শিকার দুই সহোদরের নাম ইলিয়াস (২০) ও ইকরাস (২৫)। তাদের বাবার নাম মো. আব্দুল খালেক।  

খবর পেয়ে নির্যাতিত দুই ভাইকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের ভগ্নিপতি আবু সাঈদকে (৩৭) আটক করে গফরগাঁও থানা পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, ১৫ বছর আগে চরমছলন্দ কান্দা গ্রামের আবদুল খালেকের মেয়ে শিউলির সঙ্গে চরমছলন্দ কাচারীপাড়া গ্রামের আছর আলীর ছেলে আবু সাঈদের বিয়ে হয়।  বিয়ের পর থেকেই শিউলিকে যৌতুকসহ নানা কারণে অত্যাচার করতেন সাঈদ ও তার পরিবার।  তা সইতে না পেরে গত ৬ মাস আগে তিন সন্তানসহ স্বামীর সংসার ত্যাগ করে বাপের বাড়ি ফিরে আসেন শিউলি।

এ ঘটনার জের ধরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। রোববার সকালে ইলিয়াস ও ইকরাস তাদের বাড়ির একটি অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করার উদ্দেশ্যে তাদের ভগ্নিপতির বাড়ির সামনে দিয়ে অটোরিকশাযোগে গফরগাঁও বাজারে যাওয়ার সময় সাঈদ ও তাদের আত্মীয় ইলিয়াস, রহিম, হাবিবুর, জসিম, হাফিজউদ্দিন তাদের অটোরিকশার গতিরোধ করে।

তারা ইলিয়াস ও ইকরাসকে টেনে-হিচঁড়ে অটোরিকশা থেকে নামিয়ে তাদের সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে সাঈদের বাড়ির ভিতরে নিয়ে একটি কড়ইগাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় তাদের।

খবর পেয়ে ইলিয়াস ও ইকরাসের বাবা আবদুল খালেক এলাকাবাসীদের নিয়ে ঘটনাস্থলে গেলে তাদেরও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে এলাকাবাসীর চাপে আবদুল খালেককে ছেড়ে দেয় সাঈদের লোকজন। খবর পেয়ে পুলিশ ইলিয়াস ও ইকরাসকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নূর শাহীন এ ব্যাপারে জানান, থানায় ঘটনার ব্যাপারে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।  তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা