ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতারণার অভিযোগে প্রাইভেট কারসহ ৪ বিদেশি আটক


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৫, ২০১৯, ০৯:৩৫ পিএম
প্রতারণার অভিযোগে প্রাইভেট কারসহ ৪ বিদেশি আটক

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা পুলিশ একটি প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো গ- ৩৯-৭৪৮৩) ৪ বিদেশিকে আটক করেছে। শনিবার বেলা আড়াইটার দিকে কাশীনাথপুর মোড় থেকে তাদের আটক করা হয়। এরা সবাই ইরানী নাগরিক।

আটককৃতরা হলেন- আমির, হোসাইন, মোর্তজা এবং সিয়াবত। এদের সবার বয়স ৩০-৪০ বছরের মধ্যে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, ৪ বিদেশি ঢাকা-পাবনা মহাসড়ক হয়ে পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর ২টার দিকে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে তারা একটি দোকানে গিয়ে এক হাজার টাকার একটি নোট ভাঙানোর কথা বলে খুচরা টাকা নিয়ে নেন। কিন্তু তারা হাজার টাকার নোটটি না দিয়ে দ্রুত গাড়ি নিয়ে সটকে পড়েন। এ সময় চিনাখড়া বাজারের ব্যবসায়িরা আমিনপুর থানায় জানালে, বেলা আড়াইটার দিকে পুলিশ কাশীনাথপুর মোড় থেকে প্রাইভেট কারটিসহ ওই ৪ বিদেশিকে চ্যালেঞ্জ করে আমিনপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

ওসি আরও জানান, তাদের কাছে থাকা কাগজপত্র অনুযায়ী তারা গত ১৯ মে বাংলাদেশে প্রবেশ করেছেন। আর গত ১৩ জুন ঢাকার রেন্ট এ কার থেকে একটি গাড়ি ভাড়া নেন। ভাড়া নেয়া কারটিও চালাচ্ছিলেন তাদেরই একজন।

এদিকে সাঁথিয়া উপজেলার কাবারিকোলা গ্রামের বাসিন্দা ও কাশীনাথপুরে একটি সিগারেট কোম্পানীর এসআর( সেলস্ রিপ্রেজেন্টেটিভ) রওশন আলী জানান, এ রকম একটি ইরানী গ্রুপ গত ৩ দিন আগে তাকে বেশি কমিশন দিয়ে ডলার ভাঙিয়ে নেয়ার কথা বলে ৪৬ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু দিয়ে যায় জাল ডলার, যা পরে শনাক্ত করা হয়।

ওসি জানান, তারা ইংরেজী ভাষা বোঝেন না। তাই আরবিতে পারদর্শী ব্যক্তি থানায় আনা ছাড়া তাদের সর্ম্পকে বিস্তারিত জানাও সম্ভব হচ্ছে না। যেটুকু তারা ভাব বিনিময় করতে পেরেছেন, তাতে তারা কারো টাকা নিয়ে পালানোর কথা অস্বীকার করেছেন। আর ঢাকার সংশ্লিষ্ট রেন্ট এ কার ব্যবসায়ী বিদেশিদের একজনের পাসপোর্ট রেখে দিয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন।

ওসি জানান, বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে। এরা প্রতারক চক্রের লোক হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। না হলে বিদেশি হিসেবে সসম্মানে ছেড়ে দেয়া হবে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা