ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাল সংগ্রহে অনিয়ম, মির্জাপুরে খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি দল


গো নিউজ২৪ | শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল )প্রতিনিধি: প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৭:৪৫ পিএম
চাল সংগ্রহে অনিয়ম, মির্জাপুরে খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি দল

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারিভাবে চাল সংগ্রহে অনিয়মের খবর গোনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর খাদ্য অধিদপ্তরের একটি প্রাতিনিধি দল বৃহস্পতিবার মির্জাপুর খাদ্য গুদাম এবং বিভিন্ন চাতাল কল পরিদর্শন করেছেন।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিমল চন্দ্র সরকার, পরিচালক (সঙগ্রহ) জুলফিকার আলী এবং কৃষি মন্ত্রীর তথ্য কর্মকর্তা সুমন মেহেদি।

প্রতিনিধি দলটি সকাল দশটায় মির্জাপুরে পৌচে খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন এবং কয়েকটি চাতাল কল পরিদর্শন করেন। তবে প্রতিনিধি দল স্থানীয় সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দিতে অস্বিকৃতী জানান।

এদিকে এই অনিয়মের খবরে টাঙ্গাইল থেকে গঠিত একটি তদন্ত দল মির্জাপুর খাদ্য গুদাম এবং বিভিন্ন চাতাল কল পরিদর্শন করেন। এই তদন্ত দলে ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা খাদ্য নিযন্ত্রক এন এম রফিকুল আলম এবং বাসাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ।

গত ১৩ মে থেকে মির্জাপুরে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। নিয়মানুযায়ী চাতাল কল মালিকেরা স্থানীয়ভাবে নতুন চাল সংগ্রহ করে তা সরকারকে দিবেন। কিন্তু খাদ্য গুদামের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের পছন্দের ব্যবসায়ীদের দিয়ে জামালপুর, শেরপুর, রংপুরসহ উত্তরাঞ্চল থেকে ট্রাকযোগে রাতের আধাঁরে চাল গুদামে ঢুকাচ্ছেন। আর কাগজে কলমে চুক্তিবদ্ধ মিলারদের নামে চাল সরবরাহ হচ্ছে বলে উল্লেখ করছেন। গুদামে তরিঘরি চাল ঢুকানোর কাজে কর্মরত শ্রমিকদের দায়িত্বে থাকা একটি সিন্ডকেট যুক্ত বলে জানা গেছে।

গো নিউজ২৪/আই
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা