ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মজুরি চাইতে গিয়ে চোখ হারালো কিশোর মিলন


গো নিউজ২৪ | মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০২:৩৭ পিএম আপডেট: মে ১৯, ২০১৯, ০৮:৩৭ এএম
মজুরি চাইতে গিয়ে চোখ হারালো কিশোর মিলন

টাঙ্গাইল: জেলার মির্জাপুরে কাজের মজুরি চাওয়ায় চাচাতো ভাইয়ের টেস্টারের আঘাতে আহত মিলন হোসেন ওরফে বিল্লাল (১৬) আর কখনো দেখতে পারবেনা। তার ডান চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে। আর বাম চোখও নষ্ট হওয়ার পথে বলে জানা গেছে।

মিলন উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি বানিয়াচালা গ্রামের গিয়াস উদ্দিন ও জাহানারা বেগম দম্পতির ছেলে।

মিলনের পারিবারিক সূত্র মতে, সে তার ছোট চাচা মজিবর রহমানের ছেলে মামুন (২৫) এর সঙ্গে ডিশ লাইন সংযোগ কাজে সহযোগিতা করতো। তবে মামুন মিলনকে কাজের জন্য কোন মজুরি দিত না।

ঘটনার দিন গত ১২ এপ্রিল বিকেলে মামুন মোবাইল ফোনে তাঁর বাবা মজিবর রহমানকে জানান, মিলন কাজ করার সময় একটি ভবনেরর তিন তলার ছাদ থেকে পড়ে আহত হয়েছে। তাকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মিলনের পরিবারের সদস্যরা হাসপাতালে মিলনের অবস্থার অবনতি দেখেন। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢাকেম) স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালে চিকিৎসা চললেও মিলন কথা বলতে পারছিলনা। হাসপাতালে ভর্তির ১৯ দিন পর মিলনের জ্ঞান ফিরে। এরপর তার চোখ নষ্ট হওয়ার কথা প্রকাশ হয়।

মিলন তার পরিবারের সদস্যদের জানায় , ওই দিন বিকেল পাঁচটার দিকে মামুন তাকে ফোন করে কাজের জন্য ডেকে নেয়। তাদের সঙ্গে পাশের বাড়ির আলামিন (১৯) নামে একজন ছিল। তারা তিনজন মিলে ডিশ লাইনের কয়েকটি তারও টাঙায়। এক সময় মামুন তাকে নিয়ে একটি তিনতলা ভবনের ছাদে যায়। সেখানে মামুন টেস্টার দিয়ে ডান চোখে জোরে আঘাত করে। এরপর সে নিস্তেজ হয়ে যায়। পরে তার বাম চোখেও আঘাত করা হয়। কাজের মজুরি চাওয়াতে ক্ষিপ্ত হয়ে মামুন মিলনের চোখে আঘাত করে।

ঘটনা জানাজানির পর থেকেই মামুনের বাড়ির সবাই পলাতক রয়েছে।

এ ঘটনায় জাহানারা বেগম বাদী হয়ে গত ৯ মে টাঙ্গাইলের জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন।

ঢামেক চিকিৎসক ফরিদুল হাসান জানান, মিলনের চোখ ঠিক করতে চিকিৎসকেরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। কিন্তু এতে কোন লাভ হচ্ছেনা।

এদিকে মিলনের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তার বড় বোন নাছরিন বেগম জানিয়েছেন। তিনি বলেন, মির্জাপুরে গ্রামের বাড়িতে মা আর বোন থাকে। তারা নিরাপত্তাহীনতায় রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, মিলনের পরিবারের পক্ষ থেকে কেউ এখনো থানায় আসেননি।তবে ঘটনা জানার পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনায় অভিযুক্তদের আটকের জন্য চেষ্টা চালাচ্ছেন।

গো নিউজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা