ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রহ্মপুত্রে নৌকা ডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ৭, ২০১৯, ০১:০৫ পিএম আপডেট: মে ৭, ২০১৯, ০৩:০৯ পিএম
ব্রহ্মপুত্রে নৌকা ডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধুতিচোরা এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে ৬ জন নিখোঁজের পর ৪জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন মাছধরার বেড়জাল দিয়ে একজনকে এবং রংপুর থেকে ডুবুরি দল এসে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। এখনও নিখোঁজ রয়েছেন ২ জন।

নিহতরা হলো ধুতিচোরা গ্রামের এনছের আলীর স্ত্রী রোকেয়া বেগম(৪০), আজিজার রহমানের স্ত্রী ফিরোজা বেগম(৫৫), তার নাতনি শাহানাজ খাতুন(১০)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, সদর উপজেলার গিদারি ইউনিয়নে ধুতিচড়ার নয়াগ্রামে সকাল ৮টার দিকে ৫০জনের মতো বিভিন্ন বয়সী লোকজন নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলেন। তারা সবাই চরে ভুট্টার কাজে যাচ্ছিলেন। মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। একজনের মৃত্যু হয়। বাকিরা সাঁতরে কূলে আসতে পারলেও ৬-৭জন নিখোঁজ হন। 

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামালপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা এসে তিনজনকে উদ্ধার করেছি। আমার আসার আগেই স্থানীয়রা এক নারীর মৃতদেহ জাল দিয়ে উদ্ধার করেন। নিখোঁজ আর দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা