ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার ভুয়া বিদ্যুৎ বিলের মামলায় কৃষকের হাজতবাস


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৯, ০৮:২৭ পিএম
এবার ভুয়া বিদ্যুৎ বিলের মামলায় কৃষকের হাজতবাস

ময়মনসিংহের ভালুকায় গ্রাহক না হয়েও পল্লী বিদ্যুতের মামলায় হাজতবাস করছেন মো. জালাল উদ্দিন মণ্ডল (৫০) নামে এক নিরীহ কৃষক। তিনি উপজেলার বিরুনীয়া গ্রামের মুসলিম উদ্দিন মণ্ডলের ছেলে।

এর আগে কুমিল্লায় সংযোগ না পেয়েও বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় গ্রেফতার হন দিনমজুর আব্দুল মতিন মিয়া (৪৫)। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে জামিনে মুক্তি পন তিনি। 

এদিকে হাজতবাসের পর হয়রানির শিকার জালাল উদ্দিনের ভাতিজা রিপন মঙ্গলবার মামলার কপির জন্য ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ অফিসে গেলে তাকে কোনো সহযোগিতা করা হয়নি বলেও অভিযোগ ওঠেছে।

মামলা সূত্র জানায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ভালুকা) এর গ্রাহক কাইছান গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. জামাল উদ্দিন (জালাল)। যার হিসাব নম্বর ৩৫২-৫৩০০। ওই হিসাব নম্বরের বিপরীতে বিভিন্ন জরিমানাসহ পাঁচ হাজার ৫১ টাকা বকেয়া বিলের অভিযোগ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ভালুকার তৎকালীন এজিএম (প্রশাসন) মো. সেকান্দর আলী বাদী হয়ে বিদ্যুৎ আইন ২০১৮ সালের ৪০,৩২(১) ধারায় আদালতে মামলা দায়ের করেন।

ওই মামলায় গত ১৮ এপ্রিল রাতে বিরুনীয়া গ্রামের মুসলেম উদ্দিন মণ্ডলের ছেলে নিরীহ কৃষক মো. জালাল উদ্দিন মণ্ডলকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। তিন দিন বিনা অপরাধে তিনি হাজতে থাকার পর ১ হাজার টাকা মুচলেকা দিয়ে গত রোববার সন্ধ্যা ৭টায় জামিনে ছাড়া পান।

বিনা অপরাধে হাজতবাস করা জালাল উদ্দিন মণ্ডল বলেন, 'আমি পল্লী বিদ্যুতের কোনো গ্রাহক নই। অথচ বিদ্যুতের বকেয়া বিলের মামলায় আমাকে তিন দিন হাজতবাস করতে হয়েছে। জামিনে বের হয়ে মঙ্গলবার দুপুরে আমার ভাতিজা রিপন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ভালুকা) এর কার্যালয়ে গেলে অফিসের জিএম মামলার কপি দিতে অস্বীকার করেন এবং কোনো ধরনের সহযোগিতা করেননি। কোন ধারায়, কে বাদী, কী অপরাধে আমি হাজত খাটলাম কিছুই জানি না। জিএম যদি মামলার কপিটি দিতেন, তাহলে জানতে পারতাম কী কারণে হাজত খাটলাম। বিনা অপরাধে হাজত খাটায় গ্রেফতার আতঙ্কে ভুগছি।'

মামলার গ্রেফতারি পরোয়ানা তামিলকারী ভালুকা মডেল থানার এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, গ্রেফতারি পরোয়ানায় আসামির নাম ঠিকানা দেখেই তাকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ভালুকা) এর এজিএম (অর্থ) তুহিন রহমান জানান, ভুক্তভোগী ব্যক্তিকে মামলার কপি দিতে জিএম স্যারের নিষেধ থাকায় তা দেয়া সম্ভব হয়নি।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা