ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে ফেরত চাওয়ায় বড় ভাইকে হত্যা করলো ছোট ভাই


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৯, ০৮:১২ পিএম আপডেট: এপ্রিল ১৯, ২০১৯, ০৮:১৪ পিএম
স্ত্রীকে ফেরত চাওয়ায় বড় ভাইকে হত্যা করলো ছোট ভাই

সিরাজগঞ্জে পরকীয়াকে কেন্দ্র করে বড় ভাইকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে ছোট ভাই ও নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের মাকে আটক করেছে পুলিশ।

প্রতিবেশীরা জানায়, বাগবাটি গ্রামের আমির আলীর ছেলে জিন্নাহ ও বেলাল হোসেন আপন দুই ভাই। জিন্নার স্ত্রীর হাসিনা খাতুনের সঙ্গে ছোট ভাই বেলাল হোসেনের পরকীয়া সম্পর্ক ছিল। একপর্যায়ে হাসিনাকে নিয়ে পালিয়ে যান বেলাল হোসেন এবং পরে বিয়ে করেন।

এ ঘটনার পর থেকে জিন্নাহর সঙ্গে ছোট ভাই বেলালের বিরোধ চলছিল। সকালে স্ত্রীকে ফেরত চাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।  এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মা ও সাবেক স্ত্রী হাসিনার সঙ্গে কথা কাটাকাটি হয় জিন্নাহর। একপর্যায়ে তারা তিনজন মিলে দুপুরে জিন্নাহকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।        

সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ জানান, দুপুরে ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে হারুন রশিদ অভিযোগ করে বলেন, চাচা বেলাল, মা হাসিনা ও দাদি মাহেলা তার বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার দাদি মাহেলাকে আটক করেছে পুলিশ। 

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা