ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্কুল ভবন নির্মাণকাজে অনিয়ম তদন্তের নির্দেশ


গো নিউজ২৪ | শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল )প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৭, ২০১৯, ০৮:০৭ পিএম
স্কুল ভবন নির্মাণকাজে অনিয়ম তদন্তের নির্দেশ

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ২৬ নম্বর বাওয়ার কুমারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণকাজে অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক। 

বুধবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা প্রকৌশলীকে তিনি এ নির্দেশ দেন।

‘হস্তান্তরের আগেই উঠে যাচ্ছে স্কুল ভবনের পলেস্তার’ শিরোনামে ১৬ এপ্রিল অনলাইন পোর্টাল গোনিউজসহ বিভিন্ন গণ মাধ্যমে সংবাদ প্রকাশের পর এই তদন্তের নির্দেশ দেয়া হয় বলে জানা গেছে। 

আরো পড়ুন<<>>হস্তান্তরের আগেই উঠে যাচ্ছে নবনির্মিত স্কুল ভবনের পলেস্তার

২০১৭-১৮ অর্থবছরে সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় মির্জাপুর পৌরসভার ২৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণে ৩৩ লাখ ৬৬ হাজার ১৩৫ টাকা বরাদ্দ দেয়া হয়। মির্জাপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাজী ট্রেডার্স ভবনটি নির্মাণের কাজ পায়। গত বছরের ২০ আগস্ট এর কাজ শুরু হয়। আগামী ২৫ মে ভবনটি হস্তান্তরের কথা রয়েছে। কিন্তু ঠিকাদার ভবনটি নির্মাণে নিন্মমানের কাজ করায় হস্তান্তরের আগেই ভবনের পলেস্তারা উঠে যাচ্ছে, সিঁড়ি ও জানালার কংক্রিট খসে পড়ছে এবং সানসেটে ফাটল ধরেছে। এ বিষয়ে ১৬ এপ্রিল অনলাইন পোর্টাল গোনিউজে সংবাদ প্রকাশ হয়। 

সংবাদটি স্থানীয় সচেতন মহল ও প্রশাসনের নজরে আসলে বুধবার উপজেলা মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দেন। 

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

গো নিউজ২৪/আই
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা