ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের রাস্তায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ২৩, ২০১৯, ০১:৫৮ পিএম আপডেট: মার্চ ২৩, ২০১৯, ০৭:৫৮ এএম
ফের রাস্তায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

পিকআপ ভ্যানের চাপায় পা হারানো ছাত্রী নিপার সুচিকিৎসা, আর্থিক ক্ষতিপূরণ ও ঘাতক চালককে আটকের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়ক আবারও অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করার ঘোষণা দিয়ে নেমেছেন তারা।

শনিবার সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভরণে এই অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, পা হারানো ছাত্রী নিপা বুরুজবাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রী ছিল। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ ঘাতক চালককে আটক করতে পারেনি। আহত নিপার অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের হাটুর নিচ থেকে ডান পা কেটে ফেলতে হয়েছে। বাম পায়ের হাড়ও ভেঙে গেছে। এছাড়া হাতসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়েছে। সুচিকিৎসা পাচ্ছে না সে। এখন পর্যন্ত সে যশোরে পড়ে আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া প্রয়োজন। এছাড়া নিপার যে শারিরীক অবস্থা তাতে তার ভবিষ্যৎ অন্ধকার। তাই তাকে এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

স্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান জানান, সুষ্ঠু বিচার ও নিরাপদ সড়কসহ কয়েকটি দাবি নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে।

এদিকে মহাসড়ক অবরোধের ফলে যশোর-বেনাপোল ও নাভরণ-সাতক্ষীরা সড়কে কয়েকশ যানবাহন আটকা পড়েছে। প্রশাসনের বিভিন্ন সংস্থাকে অবরোধ প্রত্যাহারে শিক্ষার্থীদের সাথে কথা বলতে দেখা গেছে।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা