ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সবাইকে তাক লাগাতে পারেন ফিরোজ হায়দার খান


গো নিউজ২৪ | মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২২, ২০১৯, ০৬:০২ পিএম আপডেট: মার্চ ২২, ২০১৯, ১২:০২ পিএম
সবাইকে তাক লাগাতে পারেন ফিরোজ হায়দার খান

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হাযদার খান সবাইকে তাক লাগিয়ে কাল হতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর।

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারনা ততই জমে উঠছে। বিএনপি এই নির্বাচনে অংশ না নিলেও বিএনপি নেতা ফিরোজ হাযদার খান স্বতন্ত্র হিসেবে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। কাগজে কলমে বিএনপি না থাকলেও বিএনপির তৃণমুল পর্যয়ের নেতাকর্মী এখন একাট্টা হয়ে ফিরোজ হাযদার খানের সাথে নির্বাচনী মাঠে প্রচারনায় ব্যাস্ত রয়েছে।

মির্জাপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাতি মীর এনায়েত হোসেন মন্টু। আওয়ামী লীগের প্রার্থী হয়েও বিগত দুইবারের নির্বাচনে তিনি বিএনপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন ঠিকই তবে ঘাম ঝরানো জয় পেয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে মীর এনাযেত হোসনে মন্টুর অহঙ্কার এবং দাম্ভিকতা বেড়ে যাওয়ায় দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। নির্বাচনের সময় ঘনিয়ে আসলেই তিনি আবার নেতাকর্মীদের মুল্যায়ন করতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এসব কারনে দলীয় মনোনয়ন বিষয়ে তৃণমুল কাউন্সিলিং ভোটেও মীর এনায়েত হোসেন মন্টু যুবলীগ নেতা শামীম আল মামুনের সাথে ঘাম ঝরানো জয় পান।

এই সুজোগকে কাজে লাগাতে বিএনপি নেতা ফিরোজ হায়দার খান স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। বিভিন্ন এলাকার সাধারণ ভোটাররা মনে করেন ভোট কেন্দ্রে যদি ভোটারের উপস্থিতি বৃদ্ধি পায় সেটি হবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর অহঙ্কার ও দাম্ভিকতার জবাব দেওয়া। তারা বলেন সবাইকে তাক লাগিয়ে ফিরোজ হায়দার খান বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন মন্টুর কাল হয়ে দাড়াতে পারে।

ফিরোজ হায়দার খান বলেন বর্তমান চেয়ারম্যান এনায়েত হোসেন মন্টু নির্বাচিত হয়ে সাধারণ জনগণকে মুল্যায়ন করেনা। তার অহঙ্কার ও দাম্ভিকতার জবাব দিতে মির্জাপুরের জনগণ এবার আমাকে ব্যাপক সমর্থন দিয়েছে। সাধারণ ভোটারদের কাছ থেকে আমি ব্যাপক সারা পাচ্ছি। 

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা