ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিলুপ্ত ছিটমহলের শিশুদের ভাগ্যে জুটেনি স্কুল ফিডিং ও উপবৃত্তি


গো নিউজ২৪ | শামসুদ দোহা,পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ প্রকাশিত: মার্চ ৬, ২০১৯, ১২:৩৬ পিএম
বিলুপ্ত ছিটমহলের শিশুদের ভাগ্যে জুটেনি স্কুল ফিডিং ও উপবৃত্তি

লালমনিরহাট জেলায় বিলুপ্ত ছিটমহলগুলোতে উন্নয়নের জোয়ার বইছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ছিটবাসী এখন আধুনিক জীবন যাপনের স্বপ্ন দেখছে।ছিটমহলগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।এসব প্রকল্পের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ ,গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকও দৃশ্যমান।চলছে মা ও শিশুর চিকিৎসা সেবা।এছাড়াও মসজিদ,মন্দির,রাস্তাঘাট ব্রীজ কালভার্ট নির্মান করা শেষ হয়েছে।ডিপ টিউবওয়েল স্থাপন করে চলছে বৈদ্যুতিক সংযোগে চাষাবাদ।অথচ আজও ছিটবাসী মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত।সরকারি উদ্যোগে কয়েক দফা তদন্ত হলেও নেই জাতীয় করণের উদ্যোগ।যার ফলে ব্যক্তি বা সামাজিক উদ্যোগে গড়ে উঠা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে অধ্যায়নরত হাজারও শিশুর ভাগ্যে জুটেনি সরকারের দেয়া স্কুল ফিডিং ও উপবৃত্তি।জেলার ৫৫ ছিটের অর্ধেকেরও বেশি পাটগ্রাম উপজেলায়।এখানে ৩৩ টি ছিটমহল শিক্ষাক্ষেত্রে অনেকটা পিছিয়ে।ছিলনা কোন স্কুল কলেজ।পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে গড়ে উঠেছে ১০ টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়।প্রায় এক হাজার শিশু প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়া লেখা করছে।ইতিমধ্যে ওই সব স্কুলের শিশু শিক্ষার্থীরা ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ পাস ফলাফল অর্জন করেছে।ঝড়ে পড়া রোধ এবং তাদের সফলতা ধরে রাখতে চাইলে স্কুল ফিডিং যেমন দরকার তেমন উপবৃত্তিও প্রয়োজন। 

১০ স্কুলের অর্ধশত শিক্ষক ও কর্মচারী বেতন ভাতা না পেয়ে দীর্ঘদিন যাবৎ মানবেতর জীবন যাপন করছে।২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে ভারত-বাংলা ছিটবিনিময়ের পর এলাকার শিক্ষিত তরুণরা স্বপ্ন দেখে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা একই সাথে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ ছিটমহলেও বাস্তবায়ন হবে।এ কারণে অবহেলিত ছিটমহলগুলোতে  ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এসব বিদ্যালয়।কয়েকটি ছিটমহলে হাই স্কুল অনুমোদন পেলেও বে-সরকারী প্রাথমিক গুলোতে বিনামূল্যে সরকারি বই বিতরণ ছাড়া কোন সুবিধা পাচ্ছেনা শিশুরা।১১৯ নং ছিটমহলের বাঁশকাটা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিব্য নাথ রায় বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন হলে ছিটমহলে প্রতিটি শিশুর অধিকার আদায় হবে।আমরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করি। শিক্ষক কর্মচারীদের বিল বেতন না থাকায় মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না।এসব বিদ্যালয়ে  মানবিকতার দিক বিবেচনা করে কমিটি কতৃক নিয়োগকৃত বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিগণকে জাতীয়করণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।একই দাবী করেন মৌলভী খিদির পাড়া বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (১৪নং লতামারী ) শিক্ষক মো.মামুনুর রসিদ, আজিজুল নগর ভোটবাড়ী বে সপ্রবি (৮নং ভোটবাড়ী ছিটমহল ) শিক্ষক মোঃ আসাদুল হক, ছলেমান কবিরন নগর বে সপ্রবি (২১নং পানিশালা ছিটমহল ) শিক্ষক মোঃ শাহীন ইসলাম, তরিমল আছিয়া বাড়ী বে সপ্রবি (১৪নং লতামারী ছিটমহল ) শিক্ষক  লাবনা আক্তার, আলিম জামুর বাড়ী বে সপ্রবি (১৩০নং খানকি বাশঁকাটা ছিটমহল ) শিক্ষক মোঃজাহিদুল ইসলাম সুজন, ফুলজান রহিমুদ্দিন টারী বে সপ্রবি (১৬নং ভোটবাড়ী ছিটমহল )শিক্ষক  বিধান চন্দ্র রায়, কুমুর উদ্দিন মছিরন বাড়ী বে সপ্রবি (২৩নং দাড়িকামারী ছিটমহল )শিক্ষক ইমরান হোসেন, বিমলা গোপাল বাড়ী বে সপ্রবি (১২০নং বাশঁকাটা ছিটমহল ) শিক্ষক সুনন্দ রায়, এবং তাতীপাড়া বঙ্গবন্ধু বেসপ্রবি (১৩২নং খানকি বাঁশকাটা ছিটমহল )শিক্ষক  স্বপন।ছিটমহল নেতা নজরুল ইসলাম বলেন,এলাকার উন্নয়নে মানসম্মত শিক্ষা প্রসার করা জরুরী।এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ প্রয়োজন।

বিদ্যালয়টি স্থানীয় জনগণের সহায়তায় ২০১৫ সালে টিনসেট ঘর নির্মাণ করে স্থাপনা করা হয়। এবং পরবর্তীতে টিনসেড ঘরের পাশে বিদ্যালয়বিহীন গ্রামে ১৫০০(এক হাজার পাঁচশত) সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্প" -এর আওতায় ভবন নির্মাণ করা হয়েছে। উক্ত সরকারি ভবনেই বেসরকারিভাবে নিয়োগকৃত শিক্ষকগণ কর্তৃক পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রত্যন্ত গাম অঞ্চলে ২০১৫ সালে টিন শেড ঘরে নির্মিত এসব বিদ্যালয়ের পাশে একই চত্বরে সরকারের বিদ্যালয় বিহীন গ্রাম ১৫০০ প্রকল্পের অধীনে ৪টি ভবন নির্মান করা হয়।বর্তমানে ওই ভবনগুলোতে বে-সরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ চলছে।

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা