ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফজলুল হক দেওয়ানকে নৌকা প্রতীক দেয়ায় নেতা কর্মীদের উচ্ছ্বাস


গো নিউজ২৪ | আব্দুস ছালাম প্রকাশিত: মার্চ ২, ২০১৯, ০১:৩৭ পিএম আপডেট: মার্চ ২, ২০১৯, ০২:৫৮ পিএম
ফজলুল হক দেওয়ানকে নৌকা প্রতীক দেয়ায় নেতা কর্মীদের উচ্ছ্বাস

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (০১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকার বিষয়টি জানানো হয়। গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার, তজুমদ্দিন থেকে দ্বিতীয়বারের মতো আ’লীগের নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, সাবেক শমুভুপুর উইনিয়নের চার বারের সফল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান।

ফজলুল হক দেওয়ান

দ্বিতীয়বারের মতো মনোনয়ন পাওয়ার খবরে উপজেলার সর্বত্র আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা।উৎপুল্লা সমর্থকরা এই খবরের পর মিষ্টি বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে।এরপর ফজলুল হক দেওয়ানের পক্ষে চাঁদপুর ও সম্ভুপুর ইউনিয়নে কয়েকটি বাজারে তার কর্মি-সমর্থকরা শো-ডাউন করেন।

এদিকে আ’লীগের মনোনয়ন চূড়ান্ত হয়ে গেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনীয় মাঠে থাকার ঘোষনা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ নেতা মোশারফ হোসেন দুলাল।

উল্লেখ, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ। অনুষ্ঠেয় নির্বাচনে ১৬ উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হবে। ইভিএমের তালিকায় নেই তজুমদ্দিন।

গোনিউজ২৪/এএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা