ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার এর দাবীতে মানববন্ধন


গো নিউজ২৪ | ফয়সল বিন ইসলাম নয়ন,ভোলা প্রতিনিধিঃ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ১২:২৫ পিএম
ভোলায় মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার এর দাবীতে মানববন্ধন

ভোলার শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: আলী জিন্নাহ রাজীব ও তার বাহিনী কর্তৃক ভোলার  সাংবাদিক  অমি আহমেদ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি দিয়েছে ভোলা মফস্বল সাংবাদিক ফোরাম। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর কাছে স্বারকলিপি প্রদান করে সংগঠনের নেতারা।

গতকাল সোমবার (১৮ ফব্রুয়ারী) দুপুরে শহরের কে-জাহান মার্কেট এর সামনে   কয়েকটি সংগঠন এর আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তারা অবিলম্বে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিবকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা ও মাদক ছোবলে  থেকে এলাকার যুব সমাজকে রক্ষা করার দাবী জানায়।

এসময় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের এর সভাপতি মোবাশ্বর উল্ল্যাহ চৌধুরী, ভোলা জেলা মফস্বল সাংবাদিক ফোরামের এর সম্পাদক এড্যাভোকেট সাহাদাত শাহিন ভোলা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন, হেল্প এন্ড কেয়ার এর সিনিয়র সদস্য  আমজাদ মুক্তি, সাধারন সম্পাদক সিয়াম আহমেদ,সাংগঠনিক সম্পাদক সরিফ আহমেদ, প্রচার সম্পাদক ইমতিয়াজুর রহমান  সহ আরো অনেকে।
গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোলায়  ইয়াবা  বিক্রিতে বাঁধা প্রদান করায় স্থানীয় অনলাইন নিউজ পোটাল ভোলা নিউজ-২৪ ডট নেট এর নির্বাহী সম্পাদক মো: রকিব উদ্দিন অমি নামের এক সাংবাদিকের উপর হামলা করেছে রাজিব নামের এক মাদক ব্যবসায়ী।

মামলা সূত্র জানাযায়,রাজিব দীর্ঘদিন ধরে ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে বিভিন্ন লোকের কাছে ইয়াবা বিক্রি ও সেবন করে আসছে। যার কারনে স্থানীয় যুব সমাজ নেশাগ্রস্থ হয়ে পড়েছে।সে  নিজেও ইয়াবা সেবন করে আসছে।তার কাছে গভীর রাতে ভোলা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবীদের নিয়ে তার বাসায় গভীর রাত পর্যন্ত ইয়াবার আসর বসে। তার এ সকল মাদক ব্যবসা ভোলা টাইমস নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সাইন বোর্ড ব্যবহার করে আসছে।সেখানেও মাদক ব্যবসা করত। যার কারণে গত এক বছর আগে মাদক নিয়ে কুয়েত পুলিশের হাতে ধরা  খায় কয়েক মাস জেল খেটেছে । দেশে এসে ইয়াবা ব্যবসা চালাতে তার বাবা-মাকে ঘর থেকে লাঞ্চিত করে বের করে দেয়। এ নিয়ে তার বাবা-মা ভোলার পুলিশ সুপার,জেলা প্রশাসক,ইউএনও সহ গন্যমান্যদের কাছে তার ছেলের ইয়াবা সেবন ও বিক্রি বন্ধের জন্য তাদের সহায়তা চায়। কোন কিছুতেই তার ইয়াবা বিক্রি ও সেবন বন্ধ হয়নি। বরং আরও কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) ছগির মিঞা বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্ত রাজিবকে গ্রফতারের চেষ্টা অব্যাহত আছে। 

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা