ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বা আঁখির মৃত্যুর কারণ শ্বশুরের কুপ্রস্তাব  


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৯, ১১:৪১ এএম
অন্তঃসত্ত্বা আঁখির মৃত্যুর কারণ শ্বশুরের কুপ্রস্তাব  

সাতক্ষীরা: বখাটেদের অত্যাচারের মুখে আমার মেয়েকে কম বয়সে বিয়ে দিয়েছিলাম। কিন্তু স্বামীর নির্যাতন আর শ্বশুরের কুপ্রস্তাবের প্রতিবাদ জানাতে গিয়ে তাদের নির্যাতনে আর আঘাতে মারা গেছে আমার তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়ে। এভাবেই আকুতি জানাচ্ছিলেন নিহত আঁখি বোসের মা জোছনা বসু।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আঁখি বোসের মা জোছনা বসু বলেন, আঁখির শ্বশুর বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতো। এ নিয়ে প্রতিবাদও করেছিল আঁখি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার আঁখিকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করতে শুরু করে শ্বশুর-শাশুড়ি।

এ সময় গৃহবধূ আঁখির বাবা গোবিন্দ চন্দ্র বসু বলেন, ২০১৭ সালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকার সন্তোষ বোসের ছেলে অরুপ বোসের সঙ্গে মেয়ে আঁখি বোসকে বিয়ে দেই। বিয়ের সময় স্বর্ণ ও নগদ টাকা দেয়ার পরও অরুপ যৌতুকের টাকা দাবি করে। টাকা দিতে না পারায় মেয়ের ওপর নির্যাতন শুরু করে অরুপ।

সংবাদ সম্মেলনে আঁখির পরিবার 

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এমনকি অরুপের বাবা সন্তোষ বোস ছেলের বউ আঁখিকে কুপ্রস্তাব দিতো। এতে আপত্তি করায় সোমবার রাতের কোনো এক সময় আঁখিকে হত্যা করে মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেয়। বাড়ির লোকজন ঘরে তালা ঝুলিয়ে নিজেদের পাসপোর্ট ও লাগেজ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। তখন আঁখির শ্বশুর সন্তোষ বোস, শাশুড়ি অশোকা রানী বোস ও স্বামী অরুপ বোসকে গ্রেফতার করে পুলিশ। তাদের নামে আমি হত্যা মামলা দিয়েছি। আমি আমার মেয়েকে হত্যার বিচার চাই।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মেয়েটির পরিবারের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

গো নিউজ২৪/এমআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা