ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবীন প্রবীণের মনোনয়ন যুদ্ধে জয়ী হচ্ছেন কে


গো নিউজ২৪ | শামসুল ইসলাম সহিদ,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০১৯, ০৬:৫৫ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৯, ১২:৫৫ পিএম
নবীন প্রবীণের মনোনয়ন যুদ্ধে জয়ী হচ্ছেন কে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে চলছে নবীণ প্রবীণের মনোনয়ন যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হবেন কে সেই আলোচনাই এখন এলাকার সর্বত্র। মনোনয়ন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টু এবং উপজেলা যুবলীগের আহবায়ক তরুন প্রজন্মের জনপ্রিয় নেতা শামীম আল মামুন।

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে মির্জাপুরে উপজেলা পরিষদের নির্বাচন। ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত মির্জাপুর উপজেলা। সংসদীয় আসনে শুধুমাত্র মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত হওয়ায় উপজেলা নির্বাচনেও সমান সংখ্যক ৩ লাখ ২২ হাজার ৭৭৪ জন ভোটার ভোট প্রয়োগ করবে।এ্ই ভোটে অংশ নিতে দলীয় মনোনয়ন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু এবং তরুন প্রজন্মের জনপ্রিয় নেতা মির্জাপুর উপজেলা যুবলীগের আহবাযক শামীম আল মামুন।

এনায়েত হোসেন মন্টু পাঁচবার গোড়াই ইউপি এবং দুইবার মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। বর্তমানে বয়সের ভার এবং শারিরিক অসুস্থতা তাকে তৃণমুল নেতাকর্মীদের নিকট থেকে অনেক দুরে সরিয়ে দিয়েছে। যদিও তৃণমুলের ভোটে তিনি ঘাম ঝরানো জয় পেয়েছেন, কিন্তু সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীদের একচ্ছত্র সমর্থন রয়েছে শামীমের প্রতি। শামীম আল মামুন নিজে ভোটার না হয়েও চমক লাগানোর মত ১৭৪ টি ভোট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

এনায়েত হোসেন মন্টু দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকায় তার মধ্যে চলে এসেছে অহঙ্কার ও দাম্ভিকতা। যার কারনে তিনি দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে মুল্যায়ন করেননা বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মীই তার কাছে মুল্যায়ন না পেয়ে দুরে সরে গেছেন বলে খোজ নিয়ে জানা গেছে। উপজেলা পরিষদে বিগত দুই নির্বাচনেই তিনি ঘাম ঝরানো জয় পেয়েছেন বলে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে ভোটের হিসেবে তাকে নিয়ে নেতাকর্মীরা চিন্তিত আছেন।

পক্ষান্তরে নতুর প্রজন্মের প্রিয় মুখ এবং জনপ্রিয় যুব নেতা শামীমের পুরো উপজেলায় রয়েছে ব্যাপক সুনাম। সকল পর্য়ায়ের নেতাকর্মীদের শামীমের ওপর রয়েছে ভরসা। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে শামীমের ভুমিকা সকল মহলে প্রসংশা কুড়িয়েছে এবং নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে তার বিচরন ছিল সার্বক্ষনিক। সবমিলিয়ে তৃণমুলের ভরসা ও আস্থার স্থল এই যুবলীগ নেতা শামীম। তিনি মনোনয়ন পেলে ভোটের হিসেবেও ব্যাপক সারা জাগবে বলে তৃণমুলের নেতাকর্মীদের ধারনা।

এদিকে উপজেলা পরিষদের প্রথম এবং দ্বিতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষনা হয়েছে। চতুর্থ ধাপের নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ না হওয়ায় মির্জাপুরের সর্বত্র আলোচনা চলছে কে পাবেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন।

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা