ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসুস্থ শ্রমিকদের জন্য বুড়িমারীতে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প


গো নিউজ২৪ | শামসুদ দোহা, লালমনিরহাট প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৮, ১০:২৫ পিএম
অসুস্থ শ্রমিকদের জন্য বুড়িমারীতে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প

বুড়িমারী স্থলবন্দর শ্রমিকদের জন্য স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে ঢাকার এনজিও সেফটি এন্ড রাইটস সোসাইটি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের রংপুর কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের যৌথ সহযোগিতায় সোমবার দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে পাথর গুড়া করা কাজে নিয়োজিত তালিকাভুক্ত অসুস্থ দেড়শতাধিক শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

এ সময় রংপুর কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের লেবার ইন্সপেক্টর মোফাখারুল আলম ও রেজাউল করিম স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেন। কর্মকর্তাদ্বয় বন্দর শ্রমিকদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য সুরক্ষা রাখতে মাস্ক ব্যবহারের উপর অধিক গুরুত্ব দেন এবং শ্রমিকদের সিলিকোসিস রোগ ও কর্ম পরিবেশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

বুড়িমারীতে অবস্থিত গ্রাইন্ডার মেশিনগুলো নিয়ম নীতি ছাড়াই অনেকদিন ধরে চলছে। মেশিন মালিকরা শ্রমিকদের কর্মপরিবেশ নিশ্চিত করবেন। আহত বা নিহত হলে আর্থিক সহায়তা দিতে বাধ্য থাকবেন বলে কর্মকর্তারা নির্দেশনা দেন।

বুড়িমারীতে পাথর ক্রাসিং মেশিন মালিকরা বেপরোয়া বলে এদের বিরুদ্ধে শ্রম আইনে মামলা করারও নির্দেশ দেন তারা। 

বুড়িমারী ইউপি হলরুমে দুপুরবেলা চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত এর সভাপতিত্বে মেশিন মালিকদের নিয়ে মতবিনিময় সভায় স্পৃহা বাংলাদেশের ল্যাব সহকারী মহিউদ্দিন,সেফটি এন্ড রাইটস সোসাইটির প্রোগ্রাম অফিসার সিথী ঘোষ, লিগাল এইড অফিসার এ্যাডভোকেট হাসিনা খানম, এসআরএস নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা ওরফে সুমন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও আইনী সাপোর্ট দেয়ার জন্য মামলা ও আর্থিক সহায়তা দিতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান।

শ্রমিক নেতা মমিন ও মেশিন মালিক সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান পরাগ শ্রম আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনায় সরকারের সহায়তা চান। এছাড়া নিহত ও আহত বা অসুস্থ শ্রমিক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার জন্য সভায় দাবি জানানো হয়।

গো নিউজ২৪/আই

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা