ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার পাঁচটি আসনে ভোটের সমীকরণ


গো নিউজ২৪ | মিজানুর রহমান প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৮, ০১:০৬ পিএম
নেত্রকোনার পাঁচটি আসনে ভোটের সমীকরণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একদিকে যেমন প্রচার জমে উঠেছে, অন্যদিকে চলছে সহিংসতাও। নৌকার প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন, অন্যদিকে ধানের শীষের প্রার্থীরা প্রচারণায় নেমে বাধার মুখে পড়ছেন। গত দুইদিনে নির্বাচনী প্রচারণায় বাধার মুখে পড়েন ধানের শীষ প্রার্থীরা। এমনকি বাড়ি বাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতিও দেখানোর অভিযোগ রয়েছে। ফলে নির্বাচন তথা ভোটে উৎসবমুখর প্রচারণা নিয়েই শঙ্কা রয়ে গেছে।

এদিকে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে নেত্রকোনার ৫টি আসনের ভোটের পরিসংখ্যান বিশ্লষণ করে দেখা যায় যে ১৯৯১ সালের পর থেকে প্রায় সব নির্বাচনেই এখানে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিদ্বন্দ্বীতা হয়েছে।

ভোটের পরিসংখ্যান

নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা): ২০১৫ সাল পর্যন্ত আটবারের নির্বাচনে এ আসনটিতে আওয়ামী লীগ জয় পায় ছয় বার। বিপরীতে বিএনপি আসনটি পায় মাত্র দুইবার। এবার অ্যাডভোকেট মানু মজুমদারকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। তবে এখানে আওয়ামী লীগের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী আপেল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আর আসনটি উদ্ধারে ব্যারিস্টার কায়সার কামালকে প্রার্থী করেছে বিএনপি।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা): আওয়ামী লীগ হেরেছিল ১৯৯১ সালে। বাকি প্রতিবার জয় পেয়েছেন নৌকার প্রার্থী। এবার মাঝি আশরাফ আলী খান খসরু। অন্যদিকে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হককে প্রার্থী করেছে বিএনপি।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া): ১৯৯১ ও ২০০৮ সালে আওয়ামী লীগ এবং ১৯৯৬ ও ২০০১ সালে জেতে বিএনপি। এবার অসীম কুমার উকিলকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। আর আসনটি উদ্ধারে রফিকুল ইসলাম হেলালীকে প্রার্থী করেছে বিএনপি।

নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ- খালিয়াজুরী): ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি এবং ১৯৯৬ ও ২০০৮ সালে জেতে আওয়ামী লীগ। এবার সেখানে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রেবেকা মোমিন। আর আসনটি উদ্ধারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীকে প্রার্থী করেছে বিএনপি।

নেত্রকোনা-৫ (পূর্বধলা): ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন অ্যাডভোকেট মোশাররফ হোসেন। এরপর ১৯৯৬ সালে আসনটি দখলে নেন বিএনপি থেকে ডাক্তার মোহাম্মদ আলী। ২০০১ সালে পুনরায় বিজয় পান তিনি। তবে ২০০৮ সালের নির্বাচনে জয় পান ক্ষমতাসীন দলের পক্ষে ওয়ারেসাত হোসেন বেলাল। সবশেষ নির্বাচনেও বিনাভোটে মহাজোটের হয়ে নির্বাচিত হন বেলাল।এবারও নৌকার মাঝি তিনি। অন্যদিকে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবু তাহের তালুকদারকে প্রার্থী করেছে বিএনপি।

এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭শ ৭১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৩শ ৩৪ আর নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৪শ ২৭ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

গো নিউবজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা