ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাবার ছবি বুকে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে


গো নিউজ২৪ | রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৮, ০৬:২২ পিএম আপডেট: ডিসেম্বর ১২, ২০১৮, ০৭:২৮ পিএম
বাবার ছবি বুকে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে

দেশের সর্ব কনিষ্ট প্রার্থী হিসেবে ইতিমধ্যে বেশ আলোচিত হয়ে উঠেছে শেরপুর-১ সদর আসনের বিএনপি’র ধানের শীষের প্রার্থী ডা.সানসিলা জেবরিন প্রিয়াংকা। প্রিয়াংকা তার বাবা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.হযরত আলীর স্থলে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে নেমেছে। তার বাবা হযরত আলী বিগত তিন মাস ধরে প্রায় ডজন খানি রাজনৈতিক মামলার আসামী হয়ে কারাভোগ করছে। এছাড়া তার মনোনয়নপত্র টি ঋণ খেলাপির দায়ে বাতিল হয়ে যায়। ফলে শেরপুর-১ আসনে ধানের শীষের ভরসা এখন প্রিয়াংকা। ইতিমধ্যে ডা. প্রিয়াংকা তার বাবার মুক্তির দাবী নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে একটি করে ভোট ভিক্ষা করে ব্যাপক আলোচনায় উঠে এসেছে।

য়াংকা রাজনীতি ও ভোটের মাঠে একেবারেই নতুন মুখ এবং প্রার্থীদের মধ্যে সর্ব কনিষ্ট। জন্ম তারিখ হিসেবে তার বয়স মাত্র ২৫ বছর কয়েক মাস। সে হিসেবে রাজনীতি মহলের মনে প্রশ্ন জেগেছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের টানা ৪ বারের এমপি ও হেবিওয়েট প্রার্থী জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিকের সাথে কতটুকুই বা প্রতিদ্বন্দ্বীতায় আসতে পারবে।

কিন্তু ডা. প্রিয়াংকার সাফ জবাব, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আতিক সাহেবের মতো একজন সিনিয়র নেতা ও টানা ৪ বারের এমপি’র সাথে আমার প্রতিদ্বন্দ্বীতা করাটাই আমার ভাগ্যের ব্যাপার মনে করছি। এছাড়া তিনি চর অধুষ্যিত চরাঞ্চলের প্রতিটি গ্রামে, হাটে, বাজারে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কেবল তার বাবা হযরত আলী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের অংশ হিসেবে একটি করে ভোট ভিক্ষা করছেন।

এসময় তার বাবা হযরত আলীর ছবি বুকে নিয়ে মাইলের পর পর মাইল প্রত্যন্ত চরাঞ্চলের পথ হেটে যাবার সময় সাধারণ ভাটাররাও আবেগ আপ্লুত হয়ে ডা. প্রিয়াংকার প্রতি সমবেদনা জানাচ্ছেন।

চরাঞ্চলের সন্তান হিসেবে চর অধুষ্যিত সদর উপজেলার ১৪ ইউনিয়নের বেশীর ভাগ ইউনিয়ন চর এলাকার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম নিয়ে। তাই চরাঞ্চলের সাধারণ ভোটারদের মনে এবার নতুন আশা জাগাচ্ছে ধানের শীষের এই নতুন মুখ। এছাড়া এ আসনে প্রায় ২২ বছর পর ধানের শীষের প্রতীকে ভোট হচ্ছে। কারণ, বিগত দশম নির্বাচনসহ ইতিপূর্বের বিভিন্ন নির্বাচনে ধানের শীষের কোন প্রার্থী ছিল না। ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের মানবতাবিরোধী অপরাধে মিত্যু দন্ডপ্রাপ্ত কামারুজ্জামান মনোনয়ন পাওয়ায় ব্যালট পেপারে এতোদিন ধানের শীষ প্রতীক দেখতে পায়নি ভোটাররা।

 এ আসনে মহাজোটের নৌকা প্রতীকের পাশাপাশি শরিক জাতীয় পার্টির লাঙ্গল নিয়েও আরো এক শক্তিশালী প্রার্থী মাঠে রয়েছেন। তিনি জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.ইলিয়াস উদ্দিন।

তাই সাধারণ ভোটাররা মনে করছে, এক দিকে সর্ব কনিষ্ট তরুন ও নবীন প্রার্থী ডা. প্রিয়াংকার বাবার মুক্তির দাবী, অন্য দিকে আওয়ামীলীগের ৪ বারের টানা এমপি হেবিওয়েট আতিউর রহমান আতিক এবং মহাজোটের অপর শক্তিশালী ইলিয়াছকে নিয়ে ভোটের সমিকরণে ভোটের হিসেব কষতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।   
  
গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা