ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আ.লীগের প্রার্থী না থাকায় সমর্থকের আত্মহত্যা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৮, ০৮:৫৩ এএম
আ.লীগের প্রার্থী না থাকায় সমর্থকের আত্মহত্যা

নীলফামারী: নীলফামারী-৩ (জলঢাকা) আসনে নৌকার প্রার্থী না থাকায় আত্মহনন করেছেন দিনমজুর ঘুনুরাম রায় নামে এক সমর্থক।  বুধবার নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের মৃত প্রহল্লাদ চন্দ্র রায়ের ছেলে ঘুনুরাম রায়। তিনি স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার অন্ধ সমর্থক বলে পরিচিত ছিলেন।

ঘুনুরামের স্ত্রী মেনকা রাণী রায় জানান, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তাদের। এরমধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে। পরিবারের সংকটে ছেলে কমল চন্দ্র রায় কুমিল্লায় গেছে দিনমজুরির কাজে। বুধবার সকালে স্বামী ঘুনুরামকে বাড়িতে রেখে সাত বছর বয়সের অপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিনমজুরির কাজে যায় মেনকা। সেখান থেকে দুপুরে বাড়িতে ফিরে দেখেন ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে তার স্বামী আত্মহত্যা করেছেন।

মেনকা বলেন, মোর স্বামী এমপি মোস্তফাকে ভালোবাসেন। এইবার ভোটে তো এমপি নৌকা মার্কা পায় নাই, শুনিয়া কয়দিন থাকি কয়া বেড়াছে এলা ভোট কোঠে দিম।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানাগেছে, ঘুনুরাম রায় একজন দিনমজুর হলেও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ও আওয়ামী লীগের একজন অন্ধভক্ত ছিলেন। পরিবারের অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় সভা-সমাবেশে তার সরব উপস্থিতি ছিল। সাথে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফাকেও তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন। এবারের নির্বাচনে আসনটি থেকে নৌকা মার্কার কোন প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় কয়েকদিন ধরে তার মানসিক বির্পয় দেখা গেছে। তার ওই বিপর্যয় থেকে বুধবার আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তারা।

এ ব্যাপারে ধর্মপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান বলেন, জলঢাকা আসনে গোলাম মোস্তফা মনোনয়ন না পাওয়ার কারণে অনেক মানুষ আশাহত হয়েছেন, এমপি নৌকা না পাওয়ার কারণে ঘুনুরাম আত্মহত্যা করেছে এ ব্যাপারে আমিও নিশ্চিত হয়েছি। লোকটা এমপির ভক্ত ছিলেন, আর এই এলাকার মানুষ নৌকার জন্য পাগল।

এই আসনটিতে বর্তমান সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা। এবারের নির্বাচনে ওই আসনে মহাজোটের কারণে আওয়ামী লীগের কোন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়নি। সেখানে রয়েছেন জাতীয় পার্টির মনোনয়ন দেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের ও মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে।

গো নিউজ২৪/এমআর

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা