ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দীর্ঘ ২২ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে ডা.প্রিয়াংকা


গো নিউজ২৪ | রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৮, ০৬:০৬ পিএম আপডেট: ডিসেম্বর ৪, ২০১৮, ০৭:৩৭ পিএম
দীর্ঘ ২২ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে ডা.প্রিয়াংকা

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যান্য জেলার মতো শেরপুর-১ সদর আসনে ধানের শীষের প্রতীক হারাতে বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে মুখ রক্ষা করলো বিএনপি’র আসল প্রার্থী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.হযরত আলীর কন্যা ডা.সানসিলা জেবরিন প্রিয়াংকা।

হযরত আলী দীর্ঘ দিন থেকে এ আসনে ধানের শীষের প্রতীকে নির্বাচনের জন্য প্রস্ততি নিয়ে আসছিল। কিন্তু সম্প্রতি ডজন খানিক বিভিন্ন মামলার আসামী হয়ে প্রায় ৩ মাস ধরে কারাগারে রয়েছে। ফলে তিনি তার ব্যাংক ঋণের ঝামেলা থেকে মুক্ত হতে পারেনি। তাই এ আসনে বিএনপি’র হাই কমান্ড থেকে বিকল্প প্রার্থী হিসেবে তার মেয়ে ঢাকা ধানমন্ডি’র আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের লেকচারার ডা.সানসিলা জেবরিন প্রিয়াংকাকে দল থেকে বিকল্প প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয় এবং গত ৩০ নভেম্বর বাবা হযরত আলীর মনোনয়নপত্রের পাশপাশি ডা. প্রিয়াংকার মনোনয়নপত্র দাখিল করা হয়।

বশেষে ২ ডিসেম্বের মনোনয়পত্র বাছাইয়ে হযরত আলীর মনোনয়নপত্র ঋণ খেলাপি’র কারণে বাতিল করেন রেলা রির্টানিং কর্মকর্তা। ফলে দীর্ঘ ২২ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে বিএনপি’র ধানের শীষের প্রতীক দেখার সৌভাগ্য হচ্ছে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের।
  
জানাগেছে, শেরপুরের এই আসনে সাধরণ ভোটাররা বিএনপি’র ধানের শীষের প্রতীক দেখেনা প্রায় ২২ বছর ধরে। সর্বশেষ ১৯৯৬ সালে ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি থেকে মো. নজরুল ইসলাম ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিল। এরপর একই বছর ৭তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নজরুল ইসলাম পুনরাই প্রার্থী হলেও নির্বাচিত হতে পারেনি। এরপর ২০০১ ও ২০০৮ সালে পরপর দুই বার এ আসেন বিএনপি তথা ৪ দলীয় জোট প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন যুদ্ধাপরাধি মামলায় মৃত্যু দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মো. কামারুজ্জামান। তবে তিনি নির্বাচিত হতে পারেনি। সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ গ্রহন না করার কারণে ওই বারও ধানের শীষের প্রতীক শূন্য ছিল এ আসনটি।

বিএনপি নেতা হযরত আলীর মেয়ে ডা. প্রিয়াংকা বয়সে একেবারেই তরুন এবং রাজনীতি নতুন মুখ হলেও বিভিন্ন সময় তার নির্বাচনী এলাকায় বাবার হাত ধরে চরাঞ্চলের দুস্থ মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা দিতে বেশ কয়েকবার এলাকায় ঘুরেছেন। সে হিসেবে চরাঞ্চলের মানুষের কাছে কিছুটা হলেও ডা. প্রিয়াংকার পরিচিত রয়েছে।এ আসনে ডা. প্রিয়াংকার মূল প্রতিদ্বন্দ্বী রয়েছেন আওয়ামীলীগের হেবিওয়েট প্রার্থী টানা ৪ বারের নির্বাচিত সংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ মো.আতিউর রহমান আতিক।

গোনিউজ২৪/এমএএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা