ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইগাতীতে বিএনপির অফিস ভাংচুর


গো নিউজ২৪ | রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি : প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৮, ০৬:১০ পিএম আপডেট: নভেম্বর ৩০, ২০১৮, ১২:১০ পিএম
ঝিনাইগাতীতে বিএনপির অফিস ভাংচুর

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের অফিস ভাংচুর ও লুটপাট করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার গভীররাতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আসেন। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল কার্যালয় পরিদর্শন করেন।

উপজেলা বিএনপি যুগ্ন-আহবায়ক ও যুবদল সভাপতি মো. আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা সদর বাজারের শিমুলতলী এলাকায় উপজেলা বিএনপির অফিস ও থানা মোড় এলাকায় সহযোগী সংগঠনের অফিস বন্ধ করে নেতা-কর্মীরা বাড়িতে চলে যান। কিন্তু গভীর রাতে কে বা কারা তাদের দুই অফিসে হামলা চালায়। 

এ সময় তারা বিএনপি অফিসের সামনে ঝুঁলানো সাইনর্বোড নিয়ে যায়। অফিসের ভেতরের সামিয়ানা, চেয়ার, টেবিল, ভাংচুর  ও লুট করে নেয়। এঘটনায় প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল বলেন, ঘটনাটি জানার পর আমি জেলা রির্টানিং কর্মকর্তাকে (ডিসি) জানিয়েছি। গভীররাতে ঘটনাটি ঘটায় আমরা কাউকে দোষারোপ করতে পারছি না। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে কেই থানায় অভিযোগ দেয়নি। তবে তিনি থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠাবেন বলে জানান। 

এ বিষয়ে জানতে চাইলে রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনার কুলি মাহবুব বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

গো নিউজ২৪/আই
 

 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা